ছোট্ট শিশু
ছোট্ট শিশু
1 min
234
কাঁদছো কেন ছোট্ট শিশু ,
চোখে কেন জল?
পাওনি খেতে তাই কি তোমার,
চোখ করে ছল ছল ?
ঠান্ডা থেকে বাঁচতে কেন,
দাও না গায়ে চাদর?
নেই কেন তেল গায়ে তোমার ,
পাওনা কেন আদর?
পথে কেন বাসা তোমার,
ও মোর দেশের রত্ন?
নেই কেন পরিবার তোমার,
পাওনা কেন যত্ন?
ক্ষুদার জ্বালা বুঝিয়েছে,
আজকে তোমায় ভাবতে।
পেটের জন্য ভিক্ষা করো,
উপোস থেকে বাঁচতে।
খাবার কেনার নেই টাকা,
নেই কোনো নোট।
তোমার জন্য ভাববে না কেউ,
চাইবে সবাই ভোট।
