বাবা
বাবা


ঐ হাতটা ধরেই তো,
প্রথমবার 'অ' লিখতে শিখেছিলাম,
প্রথম প্রথম একেবারেই পারতাম না..
গোল গোল পাকাতাম,বাবা স্লেট মুছে বার বার শেখাতেন।
কখনো বিরক্ত হননি,উল্টে হাসিমুখে বোঝাতেন।
স্কুলের গিয়ে কাঁদতাম খুব,বাবা গল্প বলতে বলতে,
কোলে নিয়ে স্কুলে যেতেন,আদরে যত্ন ভরে দাঁড়িয়ে থাকতেন গেটে।
আমি ভীষণ কেঁদেছি বাবার কোলে মাথা রেখে..
আর পারি না কাঁদতে,অক্ষর গুলো দলা পাকে বুকে।
স্বরবর্ণ স্বরযন্ত্র অসার করে,বাস্তবের ইঁদুর দৌড়ে দৌড়াতে গিয়ে তাকাইনি নিজো মুখে।
আমি এখনও তোমার ছোট্ট খোকন তোমারই ভরসা চাই,
বাবা আমি ক্লান্ত ভীষণ,
শুধু একবার তোমার কোলে মাথা রেখে একটু কাঁদতে চাই।