আসছে পূজো ( শারদ সংখ্যা)
আসছে পূজো ( শারদ সংখ্যা)

1 min

538
আসছে পূজো আসছে পূজো, চলছে কেনাকাটা
ভর্তি দোকান, পোস্তা থেকে সুদূর চিংড়িহাটা।
শাড়ি,জুতো,গয়নাগাটি, মাথার ক্লিপ আর চুরি,
সঙ্গে আছে টকমিষ্টি চুরমুর ঝালমুড়ি।
এই দোকানে তসর-ঢাকাই, সেই দোকানে প্লাজো-
জোরকদমে চলছে সাথে মূর্তি গড়ার কাজও।
আসছে পূজো আসছে পূজো, চলছে কেনাকাটি,
বছর ঘুরে দুগ্গাপূজো কাটবে জমজমাটি।