আমি হিন্দু, আমিই মুসলমান!
আমি হিন্দু, আমিই মুসলমান!


বোম পড়েছে পাশের পাড়ায়, রাত বিরেতে খুন,
মোল্লাগুলো বড্ড পাজি, ভীষণ - জ্বালাতন।
বোম পড়েছে, খুন হয়েছে, নেই তাতে ভ্রূক্ষেপ,
কে করেছে, না জেনেও, জাতেই বোমা নিক্ষেপ!
আট বছরের ছোট্ট মেয়ে, খেলতে শিখেছে সবে,
তাকেও তারা ছাড় দেয়নি, কাজ সেরেছে নীরবে।
তাতেও আবার হিন্দু ব্রাহ্মীন, পুলিশ কর্তার কাজ,
ধর্ষণ ভুলে ধর্ম দ্রোহ, রাম ভাঙার কাজ!
কদ্দিন আর ধর্মের নামে, দোষীরা নির্দোষ হবে?
কদ্দিন আর টাকার জোরে, পাপীরা সাধক হবে?
কদ্দিন আর রাজনীতির ভয়ে, সত্যি মিথ্যা হব
ে?
কদ্দিন আর এই সমাজে নির্ভয়ার মৃত্যু হবে?
হয়তো মৃত্যু নির্ভয়াদের নয়, এই মনুষ্যত্বের হয়,
হয়তো মৃত্যু শিশুদের নয়, এই সমাজের হয়।
তবু আশার আলো বুকে বেঁধে ভয়কে করি জয়,
মৃত্যু যেন মনুষ্যত্বের নয়, ধর্ম রাজনীতির হয় !
তবুও, মন্দির তুমি আজ শ্মশান!
আর মসজিদ - তুমি কবরস্থান!
আজকে আমি মানুষ নই,
কেবল হিন্দু মুসলমান!