STORYMIRROR

Mithu Das

comedy others

3  

Mithu Das

comedy others

আবোল তাবোল - সুকুমার রায়

আবোল তাবোল - সুকুমার রায়

1 min
29.1K


আয়রে ভোলা খেয়াল খোলা 

  স্বপনদোলা নাচিয়ে আয়, 

আয়রে পাগল আবোল তাবোল 

  মত্ত মাদল বাজিয়ে আয়। 

আয় যেখানে ক্ষ্যাপার গানে 

  নাইকো মানে নাইকো সুর, 

আয়রে যেথায় উধাও হাওয়ায় 

  মন ভেসে যায় কোন সুদূর।... 

আয় ক্ষ্যাপা মন ঘুচিয়ে বাঁধন 

  জাগিয়ে নাচন তাধিন্ ধিন্, 

আয় বেয়াড়া সৃষ্টিছাড়া 

  নিয়মহারা হিসাবহীন। 

আজগুবি চাল বেঠিক বেতাল 

  মাতবি মাতাল রঙ্গেতে— 

আয়রে তবে ভুলের ভবে 

  অসম্ভবের ছন্দেতে॥


Rate this content
Log in