কান্নার শিশুটিকে মা এবেলা জড়িয়ে রয়েছে বুকে!
গাছেদের কি মন থাকতে নেই?
ভালোবাসা নিকোটিন হলে, মন তখন তীব্র নেশার স্রোত
নিয়ম মাফিক ভালোবাসলাম, তবু নরম হলাম কই!
আলোর ছায়ায় বেঁচে থাকা মন অন্ধকার ছেড়েছে সেই শৈশবে
শুধুু তোমার জন্য্