সৃজনশীলতা আমার জীবিকা এবং শখ। সাহিত্যচর্চা, কবিতা, গল্প, উপন্যাস ও উদ্বৃতি লিখণে আমি বিশেষভাবে উৎসাহী। কল্পনার জগতে বিরাজ করতে ভীষণভাবে ভালোবাসি। বাস্তবের চেয়েও কল্পনার মাটি আমার বেশী পছন্দের। সবসময় চেষ্টা করি নতুন নতুন গল্প, কবিতা ও উপন্যাস পাঠকদের উপহার দিতে। এছাড়াও ভালো লাগে গান শুনতে, গল্পের... Read more
সৃজনশীলতা আমার জীবিকা এবং শখ। সাহিত্যচর্চা, কবিতা, গল্প, উপন্যাস ও উদ্বৃতি লিখণে আমি বিশেষভাবে উৎসাহী। কল্পনার জগতে বিরাজ করতে ভীষণভাবে ভালোবাসি। বাস্তবের চেয়েও কল্পনার মাটি আমার বেশী পছন্দের। সবসময় চেষ্টা করি নতুন নতুন গল্প, কবিতা ও উপন্যাস পাঠকদের উপহার দিতে। এছাড়াও ভালো লাগে গান শুনতে, গল্পের বই পড়তে, ছবি আঁকতে, সিনেমা দেখতে, ঘুরতে যেতে এবং ছবি তুলতে। ইতিমধ্যে কিছু কিছু বইতে বা ম্যাগাজিন/ ই ম্যাগাজিনে এবং অডিও স্টোরির চ্যানেলে আমার লেখা গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে।
ইউটিউবে আমার একটি অডিও স্টোরির চ্যানেল রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও শুনে নিতে পারেন আমার আরো অনেক নতুন গল্প অডিও স্টোরির আকারে। আমার ইউটিউব চ্যানেলটির নাম "Storyteller By SOURADIPA" Read less