STORYMIRROR

#ColourYourWords

SEE WINNERS

Share with friends

হোলি হলো রং, আবেগ ও অনুভূতির উৎসব। এই উৎসবে মানুষ তাদের ভিতরের পজিটিভ শক্তি এবং অনুভূতি কে নানা রঙে রাঙিয়ে দেয় যা আনন্দ আর হাসি মজা মেশানো থাকে। এই উৎসবে মানুষ একে অন্যকে রাঙিয়ে দেয় যাতে সে আনন্দের উৎসবের জমায়েতে অংশ নিতে পারে। সারা পৃথিবীর মানুষদের কাছে রং এর গুরুত্ব ভীষন। রং শুধু মাত্র আমাদের আবেগের প্রকাশ ঘটায় না রং আমাদের নানা ধরনের ধর্মীয় চেতনা ও সংস্কৃতির প্রকাশ ঘটায়। নিজেকে প্রকাশ করার জন্য রঙ মাখা উৎসবের থেকে বেশি কিছু আর কী আছে।

স্টোরিমিরর নিয়ে এসেছে #ColourYourWords, একটি লেখার প্রতিযোগিতা যেখানে আপনি কবিতা ও গল্পের মাধ্যমে নানা ধরনের রংয়ের উৎসব কে নিজের মত করে উদযাপন করতে পারবেন। 

বিষয় 

প্রতিযোগীরা তাদের গল্প এবং কবিতা জমা দিতে পারবেন শুধুমাত্র আমাদের দেওয়া বিষয়ের উপরেই। আমরা বিভিন্ন রঙের নাম এবং তাদের সাথে সম্পর্কিত বিষয় দিয়ে দিয়েছি। প্রতিযোগীকে একটি গল্প ও কবিতা লিখতে হবে যা সেই রং ও তার অর্থ কে পরিস্ফুট করে। যেমন প্রতিযোগী যদি লাল রং বেছে নেন তাহলে থাকে ভালোবাসার উপর নির্ভর করে একটি গল্প বা কবিতা লিখতে হবে।  

লাল - কামনা ও ভালোবাসা।

কমলা - তারুণ্য, ক্রিয়েটিভিটি ও, উৎসাহ।  

হলুদ - সূর্যোদয়, খুশি। 

সবুজ - প্রকৃতি, বৃদ্ধি এবং জীবন 

নীল - শান্তি ,বিশ্বাস এবং কল্পনা

বেগুনী - আধ্যাত্মিকতা এবং রহস্য

গোলাপী - নারীবাদ, খেলা, এবং রোম্যান্স

কালো - শক্তি,ক্ষমতা , এবং জটিলতা

সাদা -  পবিত্র ,শান্তি , এবং সরলতা

বাদামী- প্রকৃতি,সর্বস্ব, নির্ভরতা

নিয়ম

প্রতিযোগিতা জেতার জন্য প্রতিযোগীকে ১০ টা থিমের উপরেই লিখতে হবে।প্রতিযোগীরা গল্প বা কবিতা জমা দিতে পারেন। যদিও কবিতা বা গল্প উভয় ক্ষেত্রেই ১০ টি করে লেখা জমা দিতে হবে। 

প্রতিযোগীকে অবশ্যই নিজের লেখা গল্প বা কবিতা জমা দিতে হবে। যতগুলো ইচ্ছে লেখা জমা দেওয়া যাবে।

কোনো শব্দ সীমা নেই। 

প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য কোন মূল্য লাগবে না ।

বিভাগ:

গল্প

কবিতা

উক্তি

অডিও

ভাষা -

নিম্নলিখিত ভাষাগুলিতে লেখা দেওয়া যেতে পারে - ইংরেজি, হিন্দি, গুজরাটি, তামিল, তেলেগু, মালায়ালাম,কানাড়া, উড়িয়া এবং বাংলা। 

Prizes:

পুরস্কার

সমস্ত প্রতিযোগী যারা ১০ টি থিমের উপরেই লিখবেন তিনি স্টোরি মিররের তরফ থেকে ২০০ টাকার একটি ভাউচার পাবেন। 

সমস্ত ভাষা মিলিয়ে কবিতা এবং গল্প বিভাগে প্রধান ২০ টি এন্ট্রি স্টোরি মিররের ই - বুকে প্রকাশিত হবে। 

বিজয়ীরা শংসাপত্র পাবেন। 

সমস্ত প্রতিযোগী অংশগ্রহণের জন্য একটি শংসাপত্র পাবেন।

জমা দেওয়ার সময় - মার্চ ১৪,২০২২ থেকে ৫ই এপ্রিল ,২০২২ ।

ফলাফল প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২২