Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#WomenOfToday

SEE WINNERS

Share with friends

একই সাথে মাতৃত্ব এবং নিজের ক্যারিয়ার, নিজের পরিবারের সুনাম এবং অফিস এর দায়িত্ব এর পাশাপশি পুরুষতান্ত্রিক সমাজের নানারকমের নিয়মের সাথে লড়াই, ভুলভাল মন্তব্যের সাথে লড়াই এবং সবথেকে উপরে কোথাও না কোথাও বুঝিয়ে দেওয়া যে তুমি পরাধীন - একটি নারীর জীবন সত্যিই সংগ্রামের। কিন্তু বর্তমানে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো নারীর হাতের স্পর্শ এবং পায়ের ছাপ পড়ে নি। জীবনের সমস্ত ক্ষেত্রে নারীরা পেশাগত এবং ব্যক্তিগত উভয় দিক থেকেই সফলতার শিখরে পৌঁছেছে। তাদের এই জিত প্রত্যেকদিন উদযাপন করার মতো,প্রত্যেকদিন সমর্থন করার মত।

ইন্দিরা নুই,লক্ষ্মী আগরওয়াল,নীরজা ভানোট,শকুন্তলা দেবী, পি.ভি. সিন্ধু এবং আরো হাজার জন এরকম নাম আমরা জানি। হয়তো আপনার চারপাশে এরকম আরো অনেক নাম আছে। আপনার এলাকায়, আপনার অফিসে,স্কুলে,কলেজে এরকম আরো হাজার জন তাদের সঠিক মতামত,সিদ্ধান্ত,অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য লড়ছে। চলুন এবার আমরা সেই লড়াই গুলো উদযাপন করি।

স্টোরি মিরর নিয়ে এলো #WomenOfToday ,নারীদের লড়াই এবং তাদের অবদানকে স্মরণে রাখার জন্য একটি প্রতিযোগিতা

নির্বাচিত বিষয়গুলি

নীচে বেশ কিছু থিম দেওয়া হলো যার উপর ভিত্তি করে আপনারা আপনাদের গল্প এবং কবিতা লিখতে পারবেন। আপনি আপনার পছন্দ মত যেটা ইচ্ছে বেছে নিতে পারবেন।গল্প বা কবিতাটি কাল্পনিক বা বাস্তবধর্মী যে কোন ঘটনার ই হতে পারে। কিন্তু প্রবন্ধ হলে সেটি এই প্রতিযোগিতার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় ।

বিরল পেশায় মহিলারা - যেমন বিমানচালক,ফটোগ্রাফার,সেনা ইত্যাদি  #the courageous women

অফিস ,ঘর বা অন্য কোন জায়গায় নেত্রী রূপে নারী -#womenleads


কী করে একজন মহিলা এত সহজে একজন ঠাকুমা,মা, বোন,স্ত্রী,শাশুড়ি এবং আরো অনেক চরিত্রে থেকে যান। #OneWomanMultipleHats

নারীদের সবসময় সমানাধিকার দেওয়া হচ্ছে এবং যারা অন্যেদের জন্য লড়াই করছে। - #BreakTheBias

যে নারীরা নিজেদের পেশা,ইচ্ছা আর ঘরের কাজকর্ম,দায়িত্ব নিয়ে সমান দক্ষতায় করে যাচ্ছেন #TheAllrounderWomen

খেলাধূলার জগতে যে নারীরা নিজদের ছাপ ফেলছেন - #TheSportswoman

যে নারীরা আপনাদের আপনি যা সেটাই হওয়ার জন্য অনুপ্রাণিত করে - #TheInspiringWoman

নারী যখন উদ্যোক্তা নানারকমের কাজকর্মের - #WomanWhoBuilds

নিয়মাবলী

প্রতিযোগীরা শুধুমাত্র প্রদত্ত থিম বা বিষয় বা নারীদের উপর সম্পর্কিত কবিতা বা গল্প দিতে পারবেন ।

প্রতিযোগীদের কেবলমাত্র নিজেদের লেখা গল্প না কবিতাই দিতে হবে। এবং একজন প্রতিযোগী একাধিক গল্প না কবিতা দিতে পারবেন।কোনো শব্দ সীমা নেই।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কোনো প্রকার অর্থমূল্য লাগবে না।

প্রয়োজনীয় হ্যাশট্যাগ গুলি ব্যবহার করতে হবে।

বিভাগ

গল্প

কবিতা

উক্তি

অডিও

ভাষা -

নিম্নলিখিত ভাষাগুলিতে লেখা দেওয়া যেতে পারে - ইংরেজি, হিন্দি, গুজরাটি, তামিল, তেলেগু, মালায়ালাম,কানাড়া, উড়িয়া এবং বাংলা।

পুরস্কার

সমস্ত প্রতিযোগী যারা গল্প,কবিতা বা অডিও বিভাগে ১০ টির বেশি লেখা বা ২০ টার বেশি উক্তি জমা করবেন তিনি স্টোরি মিররের তরফ থেকে ১৫০ টাকার একটি ভাউচার পাবেন।

সমস্ত ভাষা মিলিয়ে কবিতা এবং গল্প বিভাগে প্রধান কুড়িটি এন্ট্রি স্টোরি মিররের ই - বুকে প্রকাশিত হবে।

বিজয়ীরা শংসাপত্র পাবেন।

সমস্ত প্রতিযোগী অংশগ্রহণের জন্য একটি শংসাপত্র পাবেন।

জমা দেওয়ার সময় - ৫ই মার্চ থেকে ২০ এ মার্চ,২০২২

ফলাফল প্রকাশ - ৭ ই এপ্রিল,২০২২

যোগাযোগ

ই - মেল : neha@storymirror.com

ফোন নাম্বার : +91 9372458287 / 022-49243888

হোয়াটস এপ :  +91 84528 04735