STORYMIRROR

Osama Shaikh

Others

3  

Osama Shaikh

Others

The silent killer ( part -1)

The silent killer ( part -1)

2 mins
3

কুহোদপুর গ্রামে রাহুল ও তার পরিবার বাস করে। তার পরিবারে  তার  মা-বাবা ,দিদি, বোন, দাদা ,ভাবি, ভাতিজা ও ভাই থাকে। একদিন তারা ঠিক করল যে ঘুরতে যাবে। কিন্তু কোথায় যাবে? বলল চলো আমরা দীঘা যাব। ছোট বোন বলল না আমি দীঘা যাব না আমি সাঁতার কাটতে জানিনা। ওখানে সমুদ্রএ সাঁতার না কাটল এ কি আমার মজা লাগবে। আমি বললাম তাহলে তাজমহল দেখতে যা হোক। আমার কথা শুনে ভাবি বলল ঠিক আছে তাহলে তাজমহলে দেখতে যা হোক। ঠিক হল যে তাজমহলে দেখতে যাওয়া হবে বাবা বলল আগামী রবিবার আমরা যাব তাহলে ঠিক। কিছুদিন কাটলেও দেখতে দেখতে শনিবার। দাদা বলল সবাই নিজের জরুরি জরুরি জিন্সি পত্র গুছিয়ে নেও সকালে দেরি করা যাবে না। সকালবেলা আমরা সবাই নিজের প্রাইভেট গাড়িতে যাব কিন্তু একটা গাড়িতে হয়তো সবার জায়গা হবে না ।তার জন্য আরেকটা গাড়ি বুক করলাম সকালবেলা নয়টার দিকে বেরিয়ে পড়লাম আমাদের প্রাইভেট গাড়ি তে ছিলাম আমি,দাদা,দিদি,ভাতিজা ও বন। আর আরেকটা বুকিং করা গাড়িতে ছিল ভাবি ,বাবা, মা ও ভাই। আমরা রাস্তাতেই এক-দুইবার থেমেছিলাম। রাত আটটার নাগাদ ওখানে মানে আগ্রাতে পৌঁছে গেছিলাম । রাত অনেক হওয়ায় আমার সেই রাত একটা অজানা হোটেল এ থাকলাম।হোটেলটি বেশ বড় ছিলো  রাতের খাওয়া দাওয়া করে আমরা যে যার মত ঘুমাতে গেলাম। হোটেলটি তে আমরা দুই টা রুম বুক করেছিলাম। একটা রুমে দিদি, আমি ,ভাই ,বাবা ও ভাতিজা। আর অন্য টিতে তে মা, দিদি ,বোন ও ভাবি। সেই রাত জানিনা কোন কারণে আমার ঘুম আসছিলনা মোবাইল দেখতে দেখতে তখন প্রায় বারোটা বাজে। বাবা বলল ঘুমিয়ে যাও সকালে তাড়াতাড়ি উঠতে হবে। বললাম থামো আর পাঁচ মিনিট। সবাই ঘুমিয়ে গেল পুরো হোটেল প্রায় নিঃশব্দ। হঠাৎ আমি করিডরের কে যেন দৌড়ে বেড়াচ্ছে।আমি গিয়ে দরজা খুললাম। দেখি আমার ভাতিজা দৌড়ে বেড়াচ্ছে তাকে দেখে অবাক হয়ে বললাম তুই তো আমাদের সাথে ছিলি তুই এইখানে ককিভাবে এলি। আমি তাকে নিয়ে ঘরে শুইয়ে দিলাম। সাথে সাথে ঘুমিয়ে পড়ল। তাকে দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। হঠাৎ এক আওয়াজে আমার ঘুম ভেঙে গেলো আমি দেকলাম পাশে ভাতিজা নাই । সাথে সাথে আমি সবাইকে উঠিয়ে তাকে খুঁজতে লাগলাম। কোথাও পাওয়া গেল না। 

Written by Osama

The Silent Killer ( part 2 ) coming soon 


Rate this content
Log in

More bengali story from Osama Shaikh