STORYMIRROR

Jannatul Ifrah

Others

4  

Jannatul Ifrah

Others

THE PORTAL ___ Part 1

THE PORTAL ___ Part 1

3 mins
386

একটি স্কুল থেকে সব ছাত্র-ছাত্রীরা একসাথে ফিল্ড ট্রিপে একটি মিউজিয়ামে গিয়েছে | যে যার মতো ঘুরে ঘুরে মিউজিয়ামটি দেখছে | সেখানে কয়জন মিলে একটি গ্রুপ করেছে যাতে তারা হারিয়ে না যায় এবং তারা একসাথে তাদের মত ঘুরে বেড়াবে | তারা - মাহাদী, ইফরাহ্ সাবিত, রাফসান এবং ফারিয়া | সেই মিউজিয়ামের বাইরে পাশে একটি জঙ্গল ছিল | হঠাৎ সাবিতের চোখ ওই দিকে পড়ল আর সে ভাবতে লাগলো- 

- "জঙ্গলটা তো দেখতে সুন্দরী লাগছে.... একটু যেয়ে দেখি |"

সে আমাদেরকে না জানেই জঙ্গলের দিকে চলে গেল | কিছুক্ষণ পর রাফসান ব্যাপারটা লক্ষ্য করলো এবং জিজ্ঞাসা করল-

রাফসান : "এই... সাবিত কোথায়?" 

ইফরাহ্ : "আমি মনে হয় ওকে জঙ্গলের দিকে যেতে দেখেছিলাম.... | মনে হয় বাহির থেকে কিছু নিয়ে আসতে গিয়েছে...."

আমরা সবাই মিলে ওকে খুঁজতে গেলাম | কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে তাকে আমরা খুঁজে পেলাম এবং তাকে দেখতে পেল মাহাদী-

মাহাদী : "ওই যে.... ওখানে!!" আমরা সবাই তার কাছে গেলাম | 

রাফসান : "কিরে... এখানে কি করিস তুই?"

সাবিত : "আরে একটু ঘুরতে আসছিলাম ভাবলাম একটু দেখে আসি কিন্তু... "

ফারিয়া: "কিন্তু কি?"

সাবিত : "আমি একটা পোর্টাল দেখলাম |" এই কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম |

ইফরাহ্ : "হাহ! seriously??"

সাবিত : "হ্যাঁ , সত্যি |"

মাহাদী : "Lead the way bro! আমিও দেখতে চাই |"

সে আমাদের সেখানে নিয়ে গেল কিন্তু, আমরা কিছুই দেখতে পেলাম না | সেখানে একটি ছোট পুরনো ঘরের মতো কিছু একটা ছিল |

রাফসান : "কিরে... কোথায়?"

ইফরাহ্ : "সাবিত... জেগে স্বপ্ন দেখা বন্ধ কর |" মাহাদী সেই পুরনো ঘরের দেয়ালে হেলান দিল |

মাহাদী : "ওহ!! তাই... তাহলে-"

মাহাদী কথা শেষ করার আগেই... হঠাৎ এক ঝলকে সেখানে নীল রঙের কিছু একটা আলোকিত হয়ে উঠলো , আর তাতেই পড়ে গেল মাহাদী | তিনি পড়ার সাথে সাথে এটি বন্ধ হয়ে যায় | এটি সেই পোর্টালটি ছিল | আমরা সবাই যেন আমাদের চোখ বিশ্বাস করতে পারলাম না যে কি ঘটলো এইমাত্র | আমি নিজেকে সামলে নিয়ে বললাম-

ইফরাহ্ : "এই... এ-এটা কি হলো!?"

রাফসান ধীরে ধীরে সে দেয়ালটির দিকে আগালো এবং তার হাতটি সে দেয়ালের দিকে বাড়িয়ে দিল | যেই না তার হাতটা সেইখানে দেয়ালের মধ্যে রাখলো সাথে সাথে নীল রঙের পোর্টালটি ওপেন হতে লাগলো এবং তার হাত সেই দেয়ালের ভিতর অদৃশ্য হতে লাগলো | দেখতে দেখতে সে পুরনো সেই দেয়ালের ভিতর অর্থাৎ সেই পোর্টালের ভিতরে চলে গেল | আমরা সবাই জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম | আমাদের সবার মধ্যে কৌতূহল জেগে উঠল, কি আছে এই পোর্টালে?... তারপর ফারিয়া সে পোর্টালে চলে গেল | এখন শুধু আমি আর সাবিত রইলাম, আমি তার দিকে তাকালাম | হয়তো সে একটু ভয় পাচ্ছিল...

সাবিত : "ক-কি?!"

ইফরাহ্ : "যা.... এটার ভিতরে"

সাবিত : "না না !! আমি যাব না!"

সে একটু ভয় পাচ্ছিল তবে যাই হোক... আমি তাকে পোর্টালের ভিতর ধাক্কা দিলাম এবং সবার শেষে আমি ভিতর গেলাম | পোর্টালে ঢোকার সাথে সাথে আমরা নিজেদেরকে একটি রুমে আবিষ্কার করলাম | আমরা সবাই রুমটি চারিদিকে তাকিয়ে দেখলাম | রুমটিতে কিছুই ছিল না, পুরো রুমটাই ছিল ফাঁকা এবং দেয়াল গুলি সাদা রঙের ছিল | আমরা সবাই লক্ষ্য করলাম আমাদের সবার সামনেই মেঝেতে একটি চিঠি অথবা কোনো খাম পড়েছিল | আমি সেটা হাতে নিয়ে খামটা খুললাম এবং ভিতরের কাগজটি বের করলাম, সেখানে কিছু এরকম লেখা ছিল --

" Welcome to a new game. এখানে চারটি রুমে চারটি গেম খেলা হবে | সবগুলো গেম শেষ করার পর তোমরা একটি 'Gold key' পাবে | সেই চাবি দিয়ে তোমার লাশটি খুললেই তোমাদের দুনিয়াতে তোমাকে চলে যেতে পারবে | But here is a warning for you - Every room are dangerous, If you wanna escape you've to take risk.

                                              Escape or Die. "


Rate this content
Log in

More bengali story from Jannatul Ifrah