আজ ভীষণরকম আনমনা সে। কখন যে হাতের মুঠোটা আলগা হয়ে গেছে বুঝতেও পারেনি।
বুবান এমএ পাশ করে একটা ছোট চাকরি পেয়ে আসানসোল চলে গেছিল কয়েকবছর পর।
অনীক চমকে উঠল । এতক্ষণ ধরে কোথায় হারিয়ে গেছিল সে ? এই কী তবে দিবাস্বপ্ন !