সন্তষ্ট
সন্তষ্ট

1 min

4.1K
কেউ একটা খোলা আকাশের স্বপ্ন দেখেছে কেউ একটা নিজস্ব বাড়ির
চারতলার ছাদে উঠে
আকাশ আর বাড়ি কাছাকাছি এগোয় রাতে নক্ষত্র গুলি জ্বল জ্বল করে আচ্ছা কোন সময়টা বলতে পারবে নক্ষত্র খসে পড়বে?
আমাদের একটাই জন্ম
কেননা আমরা জাতিস্মর নই
বছরে একবার আসে জন্মদিন সপ্তাহে একটা জন্মবার। আমরা মারা গেলে আবার দিনের সংখ্যা দুই বেড়ে চার সেই একই বছরে একটা মৃত্যু দিন আর সপ্তাহে একটা মৃত্যু বার।
-- কেউ একটা খোলা আকাশের স্বপ্ন দেখেছে
কেউ একটা নিজস্ব বাড়ির..
একটা ছাদ-
জন্ম, মৃত্যু, দুটো ইচ্ছা সব সন্তুষ্ট করল।