STORYMIRROR

Md Kabbir

Others

3  

Md Kabbir

Others

প্রিয়তমা,,তোমাকে নিয়েই আমার যত ভাবনা??

প্রিয়তমা,,তোমাকে নিয়েই আমার যত ভাবনা??

3 mins
3

একটি পার্ক জানিনা কি নাম?তবে পার্কটা খুব সুন্দর,না আছে কোলাহল না আছে এখানে কারো ব্যাস্ততা।এই সময়ে লোকজন কম আছে,যে জার মতো ঘুরছে,কেউ বা বসে বসে ফোন টিপছে,তো কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে,,তো কেউ গালফ্রেন্ড এর সাথে টাইম স্পেন করছে তো,,কেউ আবার একা একা পুকুর পারে বসে বসে গান শুনছে তো,,কেউ বা ফোনে কথা বলছে। আর আমি এখন দারিয়ে জায়গা দেখছি,সত্যি মনোমুগ্ধকর পরিবেশ,,আমার ভালো লাগছে। তবে জানিনা এই ভালো লাগা ঠিক কতক্ষণ এর জন্য। তবে আমি উপভোগ করবো এই সময় টা,,,,, একটু পুকুর পার এর কাছে গিয়ে ঘাসের উপর বসে পড়লাম,আর সামনে তাকিয়ে দেখছি বেশ কয়েকটা নৌকা আবার সেই নৌকাতে কিছু ছেলে মেয়ে বসে গল্প করছে? কেন জানি আমার হিংসে হচ্ছে,আমিও যদি তাদের সাথে বসে গল্প করতে পারতাম,বড্ড ভালো হতো। তবে আমার জায়গা তাদের মাঝে না,আমার জায়গা তো অন্য খানে। বেশ তবে,,এতো কিসের প্যারা।থাক না যেমন সময় টা যাচ্ছে তেমন ই চলুক।আমি না হয় এই সময়ে একা থাকি বসে,মন মতো একটু উপভোগ করি এই পরিবেশ। আহহহ কি ভিউ না জানি কতোদিন এমন পরিবেশ এ বসা হয় নি? কতকাল,কত সময়,তবে আজকে শেষ বার এর জন্য এই পরিবেশ এ আসা হলো।এরপরে কি হবে তা আমি সিওর না। চোখ দুটো বন্ধ করে হাত দুটো পিছনে নিয়ে পা টা একটু ভাজ করে,বাতাস টাকে ফিল করার চেষ্টা করছি,কতো জনের কথা বার্তা কানে আসছে,আসছে বাতাশের হুহু শব্দ। এর সাথে আসছে,কিচির মিচির পাকির ডাক কানে? এরপরেও কিছু একটা মিস করছি! সেটা কি হতে পারে ভাবতে গিয়ে মনে হলো,,, সেই প্রিয়তমাকেই তো আমি মিস করছি? হুহহহ আজ যদি আমরা দুজন এখানে এক সাথে বসে,কিছু সময় এক সাথে কাটাতে পারতাম,তাহলে বেশ ভালো হতো। জানিনা সে এখন কি করছে,কেমন আছে,সে কি আজো আমার কথা ভাবে,নাকি সে আমাকে প্রায় ভুলেই গেছে? আচ্ছা মানুষ কেন এমন মায়ায় পড়ে জায়,যেই মায়ায় একবার পড়লে আর ফিরা জায় না এতো সহযে,,,কেন মানুষ এতো বিচিত্র,একজনের মায়ায় কতো সহযেই পড়ে জায়,,ভুলা টাও বেশ কষ্টকর তাদের জন্য হয়ে উঠে,যারা মায়ায় পড়ে? আমিও তো বেশি কারো না,একজনের ই মায়ায় পড়েছি,এরপরেও আমি তাকে খুব মিস করি,সেই তার সাথে কাটানো মুহূর্ত গুলো,,কথা বলা,তার কোমল কথা গুলো,,একটু সে রোগে গেলে,,তার হঠাৎ করে চলে জাওয়া। আবার তার রাগ শেষ হলে,,এসে ছরি বলা। খুব মিস করছি তাকে! শেষ কখন তাকে দেখেছি মনে করতে পারছি না আমি!! কেননা আমি তার চেহারা টুকু ও মনে করতে পারছি না। আরেহহ আমি তো ভুলেই গেছি,তাকে কি কখনো আমি দেখেছি,নাহহ আমার মনে হচ্ছে নাহহহ!! আমাদের তো কথা হতো,মেসেজ এ। এরপরেও তাকে আমার খুবি ভালো লাগতো,,তার কথা বলার ভাবটা আমার খুবি প্রিয়। তার রহস্যময় কথা গুলো,,তার রহস্য ময় চলা,,তার রহস্য ময় ভাবনা,,তার রহস্য ময় ভালোবাসা,,তার রহস্য ময় হয়ে থাকা।আর তার রহস্যময়ি হয়ে চলে জাওয়া। তার সবকিছুই তো আমার কাছে রহস্য ই লাগে,,,এজন্য ই তাকে আমার খুব বেশিই ভালো লাগে!!!!! হাহহহহহহ,,,,,,,! থাক না সেই পুরনে সৃতি গুলো,,সেই সৃতির পাতায়,। এবার না হয় একটু শান্ত থাকা জাক,,কিছুটা একা হওয়া জাক,,থাক ওসব কথা পিছনে,,যদিও বা মানছে না মন আমার,,,তবুও থাক! সন্ধ্যা হয়ে যাচ্ছে,এখন চলে যাওয়া জাক,আজকে অনেক সময় পার করেছি এখানে,,জাই হোক শেষ সময়ে জায়গাটার কথা মনে পড়বে। রাস্তা দিয়ে হাঁটছি,হাতে পানির বোতল। আজকেও বেশ হাঁটা হচ্ছে,হয়তো এটাও আমার শেষ হাঁটা? হুমমম এসব ভেবেই হাসি পাচ্ছে,,সব কিছু কি এভাবেই শেষ হতে হয়,,একটু অন্য রকম করেও তো শেষ হতে পারতো তাই না? তুমি কি বলো?? প্রিয়তমা,,,,,তোমাকে ভেবেই তো আমার,,,,যতো ভাবনা!! যদিও বা কখনো তুমি,জাও চলে..; তবুও আমি তোমাকে আজীবন রাখবো মনে,, ভেবে নিও তুমি,কেউ তোমাকে এতটা ভালোবাসে,, যে তোমার জন্য আজীবন অপেক্ষা করবে,,, তুমি ফিরে আসবে বলে,,,,,প্রিয়তমা  


Rate this content
Log in