কাজের মাঝে সম্পর্কের ভার
কাজের মাঝে সম্পর্কের ভার
1 min
185
#তুই_শুধু_আমার
#লেখনীতে_বিথী
#পর্বঃ৩২
রবিন খুশিতে গদগদ হয়ে, ফাহিম কে মৃদু গলায় বলে উঠলো?
রবিন - আমি যে কি খুশি তোরে কেমনে বুঝায়। কাজের জন্য বউ কে সময় দিতে পারি না বলে, বউ আমাকে কতো কথা শুনাই ঠিক নাই।
ফাহিম রবিনের কথায় হালকা হাসলো। আর মনে মনে বলে উঠে, রবিন আসলে তার জন্য অনেক কিছু করেছে। সে না আসতে পারলে ও তার কাজ সে সামলিয়েছে। বেচারি কাজের জন্য বউ কে ভালো মতো সময় ও দিতে পারে নাই। কথা গুলো মনে মনে বলে ফাহিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে।
