STORYMIRROR

Esha Choudhury

Children Stories Fantasy Others

3  

Esha Choudhury

Children Stories Fantasy Others

গল্প

গল্প

2 mins
275


  একটা জঙ্গলে একটা ছোটো বাঘের বাচ্চা ছিল। তার নাম ছিল বাঘু সে তার ছোটো জঙ্গলে বেশ সুখেই দিন কাটাতো। কিন্তু একদিন সবকিছু তছনছ হয়ে গেল একদিন জঙ্গলে একটা লোক এসেছিল তার বাঘুকে খুব পছন্দ হয়েছিল। সে ফরেস্ট অফিসের সাথে কথাবার্তা বলে সে বাঘুকে নিয়ে তার বাড়িতে নিয়ে চলে গেল। কিন্তু বাঘুর ওখানে দিন কাটত না। শুধু তার জঙ্গলে কথা মনে পড়ত কারন ওখানে সে বড়ো হয়েছে তার খেলার মজা আনন্দ সে কিছুই ভুলে থাকতে পারতো না। সে অনেক বার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার মালিক তাকে যেতে দিত না কারণ তার মালিক তাকে খুব ভালোবাসত বাঘুকে কাছ ছাড়া করতে দিতে তার মন চাইতো না কিন্তু ছোটো বাঘুর পখে এইগুলো মেনে নেওয়া সম্ভব ছিল না। এইভাবেই বাঘু মন খারাপ নিয়েও বাঘুর দিন কাটত। হঠাৎ একদিন বাড়িতে অনেক গুলো লোক এসেছিল খুব ঝামেলা করছিল তার মালিক কে মেরে ফেলার চেষ্টা করছিল। বাঘু এইসব দেখে নিজেকে ঠিক রাখতে পারল না কারণ কিছু খারাপ লাগা থাকলেও সে মানিয়ে নিয়েছিল। তার মালিক কে ভালবাসত তাই বাঘু সেদিন ওই বাজে লোক গুলো কে তাড়িয়ে তার মালিক কে সাহায্য করল এরপর মালিক বাঘুকে জড়িয়ে ধরে বাঘুর কষ্ট গুলো অনুভব করলো। পরের দিন বাঘুকে তার জঙ্গলে ফিরিয়ে দিয়ে এল। তার মালিক মাঝে মাঝেই তার বাঘুর সাথে দেখা করতে যেতো। আর এখন বাঘু নয় জঙ্গলের সব পশুই বাঘুর মালিককে আপন করে নিয়েছিল আর এখন বাঘুও খুব সুখেই দিন কাটাতে লাগলো। 


       ( এই গল্প থেকে আমরা এটাই শিখি যে- কাউকে তার ভালোবাসার মানুষ গুলোর থেকে সরিয়ে নেওয়া উচিত নয়।) 


Rate this content
Log in

More bengali story from Esha Choudhury