STORYMIRROR

Megha Rishi

Children Stories

4  

Megha Rishi

Children Stories

এই গল্পটি ছোটদের জন্য একটি অনুপ্রেরণামূলক কাহিনী

এই গল্পটি ছোটদের জন্য একটি অনুপ্রেরণামূলক কাহিনী

1 min
4

শিরোনাম: বন্ধুত্বের শক্তি

ভাষা: বাংলা
ধরন: ছোটদের শিক্ষামূলক গল্প


---

  1. গল্প:

 একটি ছোট্ট গ্রামে থাকত দুই বান্ধবী—রিমি আর পায়েল। তারা একসাথে স্কুলে যেত, খেলত, হাসত, আবার মাঝে মাঝে ঝগড়াও করত। তবে ওদের বন্ধুত্ব ছিল খুব মজবুত।

রিমি পড়াএকটাশোনায় খুব ভালো ছিল, সবসময় শিক্ষকরা তার প্রশংসা করত। আর পায়েল একটু দুর্বল ছিল পড়াশোনায়। পরীক্ষার সময় ঘনিয়ে এলে পায়েল চিন্তায় পড়ে গেল।

"রিমি, আমি তো কিছুই বুঝতে পারছি না," দুঃখ করে বলল পায়েল।
রিমি মিষ্টি হেসে বলল, "চিন্তা করিস না পায়েল, আমি আছি না! চল, আজ থেকেই একসাথে পড়া শুরু করি।"

সেইদিন থেকে রিমি তার খেলার সময় কমিয়ে পায়েলকে সাহায্য করতে লাগল। ওরা একসাথে বসে গল্প করে করে অংক করত, গান গেয়ে গেয়ে বাংলা পড়ত।

পরীক্ষার দিন এল। সবাই খুব টেনশনে ছিল। ফল প্রকাশের দিন দেখা গেল—পায়েল পাশ করেছে, তাও ভালো নম্বর নিয়ে!

পায়েল খুশিতে চিৎকার করে রিমিকে জড়িয়ে ধরল। "তুই না থাকলে আমি পারতাম না!"
রিমি হেসে বলল, "বন্ধু মানে তো পাশে থাকা, ঠিক যেন ছায়া।"

সেদিন শুধু পায়েল নয়, শিক্ষকরাও রিমির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। রিমি প্রমাণ করল—বন্ধুত্ব মানে শুধু খেলা নয়, একে অপরকে সাহায্য করাও।


---

নৈতিক শিক্ষা:

সত্যিকারের বন্ধুরা কেবল খেলাধুলা করে না, তারা একে অপরকে সাহায্য করে, উৎসাহ দেয় এবং জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করে।



Rate this content
Log in