STORYMIRROR

SABEEL FRIENDS

Children Stories Children

3  

SABEEL FRIENDS

Children Stories Children

দুই ভাই

দুই ভাই

2 mins
11

এক গ্রামে বাস করতো দুই ভাই তাদের নাম ছিল রাজু এবং সম্রাট। কোনো দিন তাদের মিলেমিসে থাকতে দেখা যায়নি। তারা দুই জনাই একে আপরকে হিংসা করত। তাদের দুইজনের বিয়ে হয়েছিল নন্দি গ্রামের বঙ্ক পারায়। বিয়ে করার পর রাজু একটি ব্যবসা শুরু করে সেই ব্যবসাটা ছিল কলসির। রাজুতো ব্যবসা শুরু করলো কিন্তু সম্রাট কিছু কর লোনা। রাজুর ব্যবসাতে অনেক অসুবিধা হচ্ছিল কারণ তাকে প্রথমে বাড়িতে কলসি বানাতে হয় আবার বেচতেও যেতে হয়। আর আদিকে সম্রাটের টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছিল। তারা দুইজনে ঠিক করে যে – রাজু বাড়িতে কলসি তৈরি করবে আর সম্রাট সেগু লোকে বেচতে যাবে। তারা এই সিদ্ধান্ত কে মেনে শুরু করল। কিছু মাস পর যখন সম্রাটের অলসতা শুরু হল আর লোভ বাড়তে শুরু করলো। সম্রাট একদিন রাজুকে বলল যে আমাকে এবার থেকে বেশি টাকা দিতে হবে,  তখন রাজু বলে উঠল কি তুই তো দিনদিন অলসতা হয়েই চলে ছিস, তখন সম্রাট বলল তুই বাড়িতে থাকিস, বাড়িতেয় কলসি বানাস নিজের পরিবারের সাথে থাকিস,  আমি কত কষ্ট করে রোদে রোদে পরিবারের সাথে না থেকে কলসি বিক্রি করি। তাই আমাকে বেশি টাকা লাগবে, এভাবে তারা দুই জনাই ঝামেলা সৃষ্টি করল। তারা দুজন একটি সাই বাবার কাছে গেল আর তাদের সমস্যাটা খুলে বলল, তারপর বাবা কিছুক্ষণ পর বলল ওইযে একটি নদী দেখতে পাচ্ছ সেটি থেকে তোমরা দুই জনে হাতে করে পানি আনো আর এই বালতিতে পানি ভর,  তারা দুজন সেটিয় করল কিন্তু একি পানি তো পড়ে যাচ্ছে তাই তারা সেই বাবা কে বলল “পানিতো পড়ে যাচ্ছে” তারপর বাবা তাদেরকে একটি পাত্র দিল যেটিতে করে খুব সহজেই পানি আনা হচ্ছে। তারপর তারা আবার বাবার কাছে গেল আর বলল এটি দারা তো সহজেই পানি আনা হচ্ছে তখন বাবা বলল সহজেই পানি আনা হচ্ছে,  দেখ তাহলে যখন পাত্র ছিলনা তখন পানি আনতে কষ্ট হচ্ছিল এখন পাত্র আছে বলে পানি আনতে সুবিধা হচ্ছে- তাহলে যখন সম্রাট ছিলনা তখন তোমার ব্যবসাতে অসুবিধা হচ্ছিল, আর যখন তোমার টাকা-পয়সা ছিল না তখন রাজু তোমাকে সাহায্য করলো তোমাকে ব্যবসারটাকা থেকে অর্ধেক টাকা দিল। তাহলে দেখ যদি সম্রাট কলসি বিক্রি করতে না যেত তাহলে টাকা আয় হত না আর রাজু যদি তোমাকে কাজে না নিত আর যদি কলসি না তৈরি করতো তাহলে তুমি কি করতে? তাই তোমাদের জীবন একে অপরের সাথে জুড়ে আছে তাই তোমরা ঝামেলা না করে ভালো-ভাবে কাজে মনদাও তাহলে সব ঠিক হয়ে যাবে,  ভালো-ভাবে চলতে পারবা। তারপর তারা বাবাকে ধন্যবাদ জানিয়ে চলে-গেল। আর সুখে- শান্তিতে থাকতে শুরু করলো।



Rate this content
Log in

More bengali story from SABEEL FRIENDS