“
তোমায় সে ভালোবাসে? আমার থেকেও বেশি?
তোমায় সে সুখে রাখে? তার কি আমার মতো হাসি?
সে তোমার গন্ধ চেনে? অচেনা হাজার জনের মাঝে?
চোখ বুজেও সে তোমায় দেখে? ঘন আঁধার কালো সাঁঝে?
যদি সবেতেই হ্যাঁ হয় তবে, হয়তো ভালোই বাসে সত্যি,
আমি সুখি তোমার সুখে, আমার থাকুক অতীতের রত্তি।
”