প্রাক্তন শিক্ষিকা। বর্তমানে পেশায় ও নেশায় লেখিকা। এডিটরস্ চয়েসে আমি নির্বাচিত এবং "স্টোরি মিরর অথর অফ দ্য ইয়ার, ২০২০" সম্মানে ভূষিত। অন্যান্য উল্লেখযোগ্য সম্মানগুলি "কলকাতা মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এর অন্যতম সেরা সিনে-গল্পকার", "প্রতিলিপি সেরা কলমকার অ্যাওয়ার্ডস ২০২১-এর প্রথম... Read more
Share with friendsদুঃখ দিতে পারো বরং, কিন্তু সুখ দেবার ভান কোরো না। করে ধরে থাকার ভড়ং, ধাক্কা দিয়ে মিছিমিছি জড়িয়ে ধোরো না।
একটা ঘাসের ডগায় সবুজ ঘাসফড়িং, জলতরঙ্গের গোলে একটা জলফড়িং, ঝুলছে ঠোঁটে আলতো হাসির আলপিন, খুশির ঢেউয়ে সামিল নাচে তাধিন-তাধিন, আবীর গায়ে কবীর গায় বৃন্দাবনী সারেং, চাঁদের হাসির বাঁধ ভাঙা আসমান জমিন।
তোমায় সে ভালোবাসে? আমার থেকেও বেশি? তোমায় সে সুখে রাখে? তার কি আমার মতো হাসি? সে তোমার গন্ধ চেনে? অচেনা হাজার জনের মাঝে? চোখ বুজেও সে তোমায় দেখে? ঘন আঁধার কালো সাঁঝে? যদি সবেতেই হ্যাঁ হয় তবে, হয়তো ভালোই বাসে সত্যি, আমি সুখি তোমার সুখে, আমার থাকুক অতীতের রত্তি।
উদাসী মন জানে, দিগন্তপারে মেঘের ওধারে কে থাকে। উদাসী মন মানে, সেই তার মনের স্বজন যে আছে দূর দিগন্ত বাঁকে।
মুছে যাক অন্ধকার, জীবন ভরুক দীপাবলির উজ্জ্বল আলোয়, ঘুচে যাক অহঙ্কার, কালো ঢাকো সাদায়, খারাপকে ভালোয়।