Sanghamitra Roychowdhury
Literary General
AUTHOR OF THE YEAR 2020,2021 - NOMINEE

390
Posts
262
Followers
0
Following

প্রাক্তন শিক্ষিকা। বর্তমানে পেশায় ও নেশায় লেখিকা। এডিটরস্ চয়েসে আমি নির্বাচিত এবং "স্টোরি মিরর অথর অফ দ্য ইয়ার, ২০২০" সম্মানে ভূষিত। অন্যান্য উল্লেখযোগ্য সম্মানগুলি "কলকাতা মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এর অন্যতম সেরা সিনে-গল্পকার", "প্রতিলিপি সেরা কলমকার অ্যাওয়ার্ডস ২০২১-এর প্রথম... Read more

Share with friends
Earned badges
See all

হ্যাপি নিউ ইয়ার

দুঃখ দিতে পারো বরং, কিন্তু সুখ দেবার ভান কোরো না। করে ধরে থাকার ভড়ং, ধাক্কা দিয়ে মিছিমিছি জড়িয়ে ধোরো না।

একটা ঘাসের ডগায় সবুজ ঘাসফড়িং, জলতরঙ্গের গোলে একটা জলফড়িং, ঝুলছে ঠোঁটে আলতো হাসির আলপিন, খুশির ঢেউয়ে সামিল নাচে তাধিন-তাধিন, আবীর গায়ে কবীর গায় বৃন্দাবনী সারেং, চাঁদের হাসির বাঁধ ভাঙা আসমান জমিন।

তোমায় সে ভালোবাসে? আমার থেকেও বেশি? তোমায় সে সুখে রাখে? তার কি আমার মতো হাসি? সে তোমার গন্ধ চেনে? অচেনা হাজার জনের মাঝে? চোখ বুজেও সে তোমায় দেখে? ঘন আঁধার কালো সাঁঝে? যদি সবেতেই হ্যাঁ হয় তবে, হয়তো ভালোই বাসে সত্যি, আমি সুখি তোমার সুখে, আমার থাকুক অতীতের রত্তি।

উদাসী মন জানে, দিগন্তপারে মেঘের ওধারে কে থাকে। উদাসী মন মানে, সেই তার মনের স্বজন যে আছে দূর দিগন্ত বাঁকে।

বড়দিনে বড় আশা, একরাশ ভালোবাসা, যীশুখৃষ্টের আশীর্বাদ, সুন্দর জীবন হোক আবাদ।

মুছে যাক অন্ধকার, জীবন ভরুক দীপাবলির উজ্জ্বল আলোয়, ঘুচে যাক অহঙ্কার, কালো ঢাকো সাদায়, খারাপকে ভালোয়।

হাত বাঁধা সময়ের শেকলে, রুধির ফোটে ধমনীতে অবিরাম ছলে।

তোমার নামেই ঘুরি, আদি অনন্ত ভূত ভবিষ্যতের নেশায়, তোমার নামেই ঘুরি, সুখ শান্তি প্রেম ভালোবাসার আশায়।


Feed

Library

Write

Notification
Profile