শরৎকাল
শরৎকাল

1 min

520
শরতের কোন অতিথি প্রাণের দ্বারে এলো,
শিশির ভেজা ব্যাকুলতায়
নীল আকাশ নিরব কথা বলে।
পদ্ম দীঘির পাড়ে কানাকানি,
সুরের বাণী উঠলো জেগে।
শরৎরানী এলো সেজে-
গহন মেঘের ছায়ার অবগুণ্ঠন এবার খুলল রে।
কোন রূপে মেতেছে মন,
ধরণী আঁখি শিশিরে ভাসে,
হৃদয় কুঞ্জে শেফালী বনের গন্ধ ছড়ায়।
সারাবেলায় কাশফুল আপন-মনে ব্যথার বাঁশি ভুলে আপন ছলনায় মগন।
শরৎ আলোর আঁচল টুটে, কোন ঝড় এলো রে ছুটে।
ধানক্ষেতে তরাস লাগে
বাতাসে কাপঁন ধরে।
কোন পাগল হাওয়ায় সুনীল গগনে
সোনালী আভায় ,
আকাশ বানীর তারে জাগে
আগমনীর বার্তায়।