সারদসংখ্যা মানুষ রূপে অমানুষ
সারদসংখ্যা মানুষ রূপে অমানুষ


দেখতে অনেকটা মানুষের মতো,
কিন্তু মানুষ কি?
বা!বা!চাকরি করে,
কিন্তু যোগ্য কি?
ওদের ভাষা নাকি ভদ্রলোকের মতো,
কিন্তু লঘু-গুরু জ্ঞান আছে কি?
চেহেরা টা তো সাদা চকচকে-ঝকঝকে,
মনটা সাদা , পরিষ্কার কি?
নাকি শুধুই কালি-ঝুলি তে ভর্তি?
এত কিছু থেকেও-
কেন বাপু এত না থাকা?
একবার ও কি মনে পরে না,
সেই দিনগুলোর কথা?
বিবেক,মনুষত্ব কে বিকিয়ে,
কি বা পেলি?
ওই দেখ,
মানুষ গুলো তোদের দেখে হাসছে রে-
আরে এবার তো একটু লজ্জা কর,
আর সময় পাবি না যে ।
তোরা মানব সমাজের লজ্জা,
বেহায়া........
মনে রাখিস এর ফল একদিন পাবি,
হে মানবসমাজ!তোরা জেগে ওঠ,
প্রতিশোধ নে,
তবে মুখে নয়,তোদের কর্মের মাধ্যমে।।