পৃথিবী 🌍
পৃথিবী 🌍
1 min
152
পৃথিবী তুমি এত নিরব কেন ?
প্রানজ্বল থাকো, সজীব থাকো ;
নিজের সাথে সাথে আমাদেরও ভালো রাখো।
নিরব আমি কেন জানো ?
মানুষের কার্যকলাপ-ই তার প্রধান কারণ,
শোনে না তারা কোনো বারন।
নির্মমভাবে ধরিএীর বুক থেকে ছেদন করে বৃক্ষ
নিজেদের মৃত্যু তারা নিজেরাই ঘনিয়ে আনছে ,
সচেতনতার বার্তা কি তারা মানছে ?
একটি গাছ,একটি প্রান
এই বানী যেদিন সবার মুখে মুখে ফুটে উঠবে,
আমাদের সাথে সাথে তারাও ফিরে পাবে প্রান।।
সমাপ্ত,,,,,,,,,,,
