ওই এলো ঝড়
ওই এলো ঝড়

1 min

2.6K
তিনদিন আগে থেকে,
শুনে শুনে দেখে দেখে
চোখ কান সব ছিলো রেডি।
কবে হবে, কবে হবে
তিনটে বেজেছে সবে-
চলে এলো আম্ফান লেডি।
শন্ শন্ কড় কড়
সবকিছু নড়বড়,
গাছেদের মাথা হলো নোয়ানো।
যেই ঝড় তেড়ে এলো
চরাচর এলোমেলো,
চারাগাছগুলো সব শোয়ানো।
দুমদাম হেঁই হেঁই
এখানেই যদি এই,
ভাবো তবে হতেছে কী সাগরে-
কতো বাড়ি ভাঙলো
কতো প্রাণ হানলো,
দুরু দুরু বক্ষে জাগো রে।
আলো নেই, পাখা নেই
পথে চারচাকা নেই
ভূতগুলো এসে গেছে টাউনে।
এরপরে বলি শোন্
শুরু হবে বরিষণ,
ধুয়ে যাবে সব লকডাউনে।
এতোদিন ছিলো ভয়
করোনাতে নয়ছয়-
তার সাথে যোগ হলো আম্ফান,
বিষে বিষে মিলে যদি
শেষ হয় নিরবধি,
জীবনতরীটি দেবে সাম্পান।।