নীল কাথা
নীল কাথা
1 min
166
বড়দিনে কেউ কেউ,
কেক কিনে খায়ে।
কেউ কেউ পিঠে-পুলি,
ঘরেই বানায়ে।
রাতে শীতে দুই ভাই,
করি টানা-টানি,
মায়ের সেলাই করা
নীল কাথা খানি ।।
