মূল্য
মূল্য

1 min

11.3K
কোথায় খুঁজবে তারে যে আছে অন্ধকারে
আমারও তো ফেরার ঠিকানা নেই।
যে গ্যাছে গাং এ ভেসে ফেরাবে ভালবেসে
এমন কি কোনো বান্দা নেই?
যে ভাবে মাথা ঠুকে কিংবা বন্দুকে
সভ্যতা এগোবেই...
এভুল পাশা ছেড়ে কেবল হাত নেড়ে
সাড়া দাও বন্ধুদের।
বন্দুক কার্তুজে জীবন খুঁজে খুঁজে
দেখবে দিন শেষে ডুবে গেলে।
যুদ্ধ মহামারী হেরেও যেতে পারি
আপোষ করব না কোনটাতে?
জেনে নিতে হবে কত অসম্ভবে
মাইল মাইল হেঁটে ফেরা।
কে আছে হিসেবে, কে নেই তাই ভেবে
বুঝেছি জীবনের মূল্য নেই।
মারা গ্যাছে কে যে, অন্ধ হয়ে বেঁচে
থাকো না যত ভালই,
এ ভাল থাকার সাজানো বাগিচার
আদতে কোনো মূল্য নেই।