মৃত্যু
মৃত্যু
1 min
298
"আমি মৃত্যু দেখেছি নানান কিছুর
. মৃত্যু দেখেছি কালোর..
আমি মৃত্যু দেখেছি ভয়ংকর এর
মৃত্যু দেখেছি ভালোর...
আমি দিতে দেখেছি এমনও প্রাণ
কেউবা পিশাচ কালো..
আমি রঞ্জিত দেখেছি রাজপথখানি
যা জগতেরই আলো...
আমি কাঁদতে দেখেছি হিংস্র মানব কে
প্রতিশোধ নেওয়ার জ্বালায়
আমি গর্জে উঠা মানুষকে দেখেছি
মঙ্গল প্রদীপ জ্বালায়
"তুমি রক্ত দিয়েছো নিজের জন্য
যাহা আমার কাছে ঘৃণা,,
"তুমি রক্ত দিয়েছো মহান হয়ে
যাহা সবার কাছে জানা "
মরো না তুমি এমন মরণ
যাতে পাও আজীবন ঘৃণা,,
মরহে তুমি এমন মরন
আজীবন থাকো চেনা,,
