STORYMIRROR

Koushik Mitra

Others

4.6  

Koushik Mitra

Others

মায়ের গল্প

মায়ের গল্প

1 min
272


হাত জুড়ে চুড়ি শাঁখা পলার শব্দ

জ্বরে নুয়ে পড়া মাথায় স্নেহের হাত

সন্ধ্যের পাঁচালী আর ব্যস্ত হাতে 

বাড়ানো এক গ্লাস জল।


উনুনের আঁচে ভিজে যাওয়া চোখ

সারারাত ধরে কপালে জলপট্টি

উলবোনা দুপুর আর আলতো ছোঁয়ায়

বারান্দা জুড়ে আলপনা।


দুটো দড়ির মাঝে যত্নে মেলা শাড়ির 

ফাঁকে বসে দোল খাওয়া পাখি

আমাকে একটা মায়ের গল্প বল।


Rate this content
Log in

More bengali poem from Koushik Mitra