মায়ের গল্প
মায়ের গল্প
1 min
269
হাত জুড়ে চুড়ি শাঁখা পলার শব্দ
জ্বরে নুয়ে পড়া মাথায় স্নেহের হাত
সন্ধ্যের পাঁচালী আর ব্যস্ত হাতে
বাড়ানো এক গ্লাস জল।
উনুনের আঁচে ভিজে যাওয়া চোখ
সারারাত ধরে কপালে জলপট্টি
উলবোনা দুপুর আর আলতো ছোঁয়ায়
বারান্দা জুড়ে আলপনা।
দুটো দড়ির মাঝে যত্নে মেলা শাড়ির
ফাঁকে বসে দোল খাওয়া পাখি
আমাকে একটা মায়ের গল্প বল।