STORYMIRROR

Sree Mondal

Others

3  

Sree Mondal

Others

মাতৃভাষা বাংলাকবি: মধুশ্রী মন্ডল

মাতৃভাষা বাংলাকবি: মধুশ্রী মন্ডল

1 min
185


বাংলা আমার মাতৃভাষা, এই ভাষাতেই বলি কথা

মাতৃভাষায় মনের কথা ,লিখতে পারি শত পাতা। 

রবীন্দ্র সঙ্গীতের সুর ও গানে, তৃপ্ত মন প্রাণ, 

এই ভাষাতেই আছে যত গল্প কবিতা গান। 

শুদ্ধতা আছে এই ভাষাতেই, আছে মাধুর্য। 

মাতৃভাষা য় পাবেনা খুঁজে কোনো কদর্য। 

বাংলা ভাষার কবি সাহিত্যিকদের আছে অনেক নাম, 

বঙ্গদেশেই খুঁজলে পাবে অনেক বাউল হরিনাম।   

রুপসী বাংলা, পল্লী সমাজ  অনেক নামী দামি, 

 শরৎচন্দ্র এর পল্লী সমাজ বিভূতিভূষণের পথের পাঁচালী 

এই বঙ্গ ভাষা তে জড়িত ছিলেন রবীন্দ্রনাথের মৃণালিনী। 

 ছোটো থেকে শুনেছি আমি মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান

যে কোনো উৎসবে বঙ্গবাসীর প্রিয় রবীন্দ্রনাথের গীতবিতান। 

বাংলার রূপে র জন্য অনেক খ্যাতি রূপসী বাংলা- র, 

এই ভাষাতেই গড়ে উঠেছে মেজদিদি আর অপুর সংসার। 

দ্বিজেন্দ্রলাল রায়ের চোখে জন্মভূমি ধান্য পুষ্পে ভরা, 

বাংলা ভাষা ডাকলে পাবে বঙ্গ বাসীর সাড়া।


Rate this content
Log in