লেখার নিঃশব্দ ভাষা
লেখার নিঃশব্দ ভাষা
লেখার নিঃশব্দ ভাষা
Atanu Chatterjee
কালি আর ছাইয়ে গল্প জাগে,
প্রাচীন পুঁথি, নক্ষত্র ভাগে।
কবির নিশ্বাস, পণ্ডিতের শিখা,
প্রতিটি শব্দ—প্রেতাত্মা, প্রতিটি পঙ্ক্তি—নাম লেখা।
চুপচাপ কাগজে নিঃশব্দ বাণী,
হারানো রাজ্য, পুরাণের কাহিনী।
বিধবার কান্না, প্রেমিকের শপথ,
সময় হাত জোড়ে, নত হয় অবশেষে।
ধাঁধাময় ছন্দে, গভীর গদ্যে,
শোনা যায় হারানো কণ্ঠের পদক্ষেপে।
শিশুর স্বপ্ন, বিদ্রোহীর চিৎকার,
সবই ফিরে আসে, অমরতার দ্বার।
সাহিত্য—আমাদের আয়না, গোলকধাঁধা,
জ্বালায়, শান্ত করে, জাগায় আগুনের ছায়া।
হাজার জীবন এক আলিঙ্গনে,
এক অসীম জগৎ, এক পবিত্র মন্দিরে।
তাই পৃষ্ঠা উল্টাও, দেখবে তুমি—
মানবতার আত্মা, চিরন্তন ভূমি।
