কলি
কলি

1 min

242
যেই মেয়েটা শোক মানায়না,
জানেনা দুখের গীতি,
সেই মেয়েটা উচ্ছল ভারী,
গেয়ে চলে সুখের কলি ।
যেই মেয়েটা ভয় জানেনা,
সদাই জয়ের লক্ষ্যে
সেই মেয়েটা বুঝতে পারে,
জীবনকে অলক্ষ্যে ।
যেই মেয়েটা বুক বেঁধে চলে স্বপ্নে,
সেই মেয়েটা ভাসতে জানে,
জানে ভালোবাসতে
তোমরা তাকে চিনতে পারো,
চিনে নেবে কী?
সে যে আর কেউ নয়,
জীবনের-ই প্রতিচ্ছবি ।