কবিতা,তোমাকে -
কবিতা,তোমাকে -

1 min

7
তোমাকে স্পর্শ করব বলেই
আমি আকাশের নিচে দাঁড়াই
লক্ষজনসমুদ্রে -
তোমার অনুভবে হারাবো
তাই, একলা থাকি; একান্ত কোটরে
তোমার করুণার তৃতীয় নয়ন দেখব বলে
মোহ ত্যাগ করে আসি
নিজস্ব মায়াকক্ষটির স্বত্ব লিখে দিই নিঃশর্তে
আলো বাতাসের চেয়েও পবিত্র হতে
ছুঁড়ে ফেলি অভয় কবচ
খুলে রাখি মঙ্গলচিহ্নধারী বলয়ের কারুকাজ।
তবুও তোমার সময়ের হাত
আজও রাখোনি আমার হাতে
আশ্লেষে, কামনায়।