হারানো কথা
হারানো কথা

1 min

5
পুরনো সেই দিনের কথা পরছে মনে আবার,
পড়ার মাঝে হারানো মন সপ্ত পারাবার।
পড়তে বসে স্মৃতির পটে আঁকছি ছবি কতো,
সত্যি বলো, আমি কি ঠিক তোমারই মনের মতো?
হারানো রং হারানো তুলি
হারানো আঁকার খাতা,
হারিয়ে যাওয়া মেঘের ফাঁকে ছোট্টো নীরবতা,
আজকে তারা আসছে আবার ছোট্টো মনের কোণে,
হারানো সুর হৃদয় বীণায় বাজছে ক্ষণে ক্ষণে॥