দাড়িবুড়ো
দাড়িবুড়ো


কেমন ঠাকুর? লম্বা দাড়ি-
শনপাঁপড়ি,আলখাল্লা!!
মা বলেছে,প্রানের ঠাকুর
গলায় আবার ফুলের মালা।
আমার বড় রাগ হয়কো
কত পড়া যায় তাঁর কবিতে?
স্কুল ,কলেজ,লাইব্রেরী
বই ভরা খালি তাঁর ছবিতে।
একটা বুড়ো,জ্বালিয়ে খেলে-
পারিনা তো ভাই তাঁকে ভুলিতে,
সুখ-দুঃখ, রাগ- অভিমান
সব রয়েছে তাঁর ঝুলিতে।
প্রেম শিখেছি তাঁরই গানে
হয় না পুজো তাঁকে ছাড়া,
সকল আবেগ,ভাবের দেশে
তিনিই প্রথম দেন গো সাড়া।
সৃষ্টি যে তাঁর অন্তহীন--
আমার বড় জ্বলন ওঠে,
দিন থেকে রাত অবচেতনে
তিনিই কেন আমার ঠোঁটে?
এখন বুঝি ঠাকুর তো নও,
প্রানের দোসর কেন লোকে কয়!
দাড়িবুড়ো ,তোমায় ছাড়া
খানিক পথও -আমার যে নয়!
প্রেম তুমি, পূজা তুমি,
প্রকাশ তুমি নানান সুরে--
মরণ,সে তো শ্যাম সমান,
রয়েছো তুমি জীবন জুড়ে।।