STORYMIRROR

Priyanka Banerjee

Others

4  

Priyanka Banerjee

Others

বন্ধুত্ব

বন্ধুত্ব

1 min
365


দিনটা আজও এসেছে

অন্য বছরের মতো,

তবে অনুভূতিগুলো নয় যে এবার

অন্য বারের মতো।

গত বছরেও তুই ছিলি

স্কুল ছুটির পরের হজমির সাদে,

আজ তুই বিদেশে

সাজানো গোছানো শহরের মাঝে।

আজও উঠেছে রোদ্দুর

তবে কেউ বলেনি "বন্ধু চল",

মাঠের ঘাসেরা আজ বড়ো একা

কেউ খেলেনি ফুটবল।

সন্ধ্যার আরতির শাঁখ আজও বেজেছে

তবে এ চেনা আওয়াজ নয়,

আওয়াজটা আজ খুব ম্লান লাগছে

এ যে তোর ডাক নামে নয়।

আজ আমার টিমে আমি একা

নেই যে তুই সাথে আর পাশে,

অন্য টিমটাও আজ খুব অচেনা

প্লেয়ারা সব কোথায় আছে?

তুই নেই যে আজ রামধনুর রঙে

জলছবিতে বা রুপকথার পায়রাদের গল্পে,

ভাড়া করা সাইকেল রেসগুলো

তাই থেমে গেছে, ব্যাক পাসে।

ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো

উড়ছেনা এক পাশে,

তোর সাথে কাটানো ছোটোবেলাটা আজ বন্দী

সাদা কালো অ্যালবামে।

জানিনা আবার কবে দেখা হবে

তবে দেখা হবে নিশ্চয়ই,

এবার শীতে দেশে আয়

বাইস্কোপ না হলেও, বইমেলা দেখবই।

জানি আমার মতো তুইও আনন্দের মূহুর্তগুলো

চাস আবার ফিরে পেতে,

তাই মূহুর্তগুলোকেই আঁকড়ে ধরে আজ তোকে জানাই

হ্যাপি ফ্রেন্ডশিপ ডে...


Rate this content
Log in

More bengali poem from Priyanka Banerjee