বিশ্বাসের বাঁধন
বিশ্বাসের বাঁধন

1 min

223
এক সাথে পথ চলা - এই তো সবে শুরু,
ভেবেছিলাম বিশ্বাসের বাঁধনে বেঁধে -
ভাসবো অনেক দূর।
চেয়েছিলাম একসাথে -
গঙ্গা বক্ষে ভাসতে,
বিশ্বাসের আজ কূল ভেসেছে-
পারলাম না একসাথে চলতে।
রং তুলিতে তোমায় নিয়ে-
স্বপ্ন দেখেছিলাম আমি,
শ্রাবণ এসে সব ঘেঁটেছে -
নতুন পাতা অনেক দামি।
আমার শহরে সন্ধ্যা হয়-
বোবা প্রেমিকের সাথে,
একসাথে পথ হ'ল না চলা-
তবুও তোমার নামে ,স্বপ্ন দেখি রাতে।