STORYMIRROR

Prasun Rit

Romance

3  

Prasun Rit

Romance

বিরহ ক্ষণ

বিরহ ক্ষণ

1 min
170


জানি তুমি যাবে অনেক দূরে,

থাকবো তোমার পথপানে চেয়ে।

না হোক দেখা, না হোক হাত ধরা,

তাতে নেই কোনো কষ্ট, ব্যথা, বেদনা।

এ যে জীবনের এক অন্য দশা,

যাকে বলে ভালোবাসা।।

থেকেছি এতদিন একসাথে,

এবারে একটু বিরহ থাকবে।

থাকবে স্মৃতি, থাকবে গল্প,

তৈরি হবে নতুন ছন্দ।

আসবে যেদিন ফেরার পালা,

জিতবে সেদিন ভালোবাসা।।


Rate this content
Log in

More bengali poem from Prasun Rit

Similar bengali poem from Romance