বিরহ ক্ষণ
বিরহ ক্ষণ


জানি তুমি যাবে অনেক দূরে,
থাকবো তোমার পথপানে চেয়ে।
না হোক দেখা, না হোক হাত ধরা,
তাতে নেই কোনো কষ্ট, ব্যথা, বেদনা।
এ যে জীবনের এক অন্য দশা,
যাকে বলে ভালোবাসা।।
থেকেছি এতদিন একসাথে,
এবারে একটু বিরহ থাকবে।
থাকবে স্মৃতি, থাকবে গল্প,
তৈরি হবে নতুন ছন্দ।
আসবে যেদিন ফেরার পালা,
জিতবে সেদিন ভালোবাসা।।