বিদায়বেলায়
বিদায়বেলায়

1 min

12K
বিদায় বেলায়
তুমি একি করলে হে;
এই তো এলে এই চলে গেলে
মাতালে আমায় তোমার নামে
কেনই বা হাসালে,কেনই বা কাঁদালে
কেনই বা মাতালে আমার মন
আজি যাওয়ার বেলা,রাখ মোর এ কথা
বিরাজ আজি আমার এ হৃদ মাঝে
অন্তর হতে দূর কর মোর সকল কলহ বিদ্বেষ