ভগবানের আরেক নাম শিক্ষক
ভগবানের আরেক নাম শিক্ষক


না আমি ভগবানকে দেখিনি
জানিনা সে আদৌ আছে কি না
জানিনা তার কল্পনা করে মানুষ কি করে বেঁচে থাকে
তবে আমার জীবনে, ভগবান বলে যাকে চিনতে শিখেছি,
তিনি আমার জীবনে জ্ঞান দিয়ে ভরিয়ে দিয়েছে।
জ্ঞান ঈশ্বর মনে করে আমার জীবনে শিক্ষকই ঈশ্বর।
পৃথিবীতে কি হচ্ছে সব বুঝতে পারা সবকিছুই শিক্ষকের দ্বারা জানতে শিখেছি
নিজের অস্তিত্বের অনুভূতি কে বুঝতে শিখেছি
দুনিয়াতে নিজের পরিচয় বানাতে শিখেছি সেই ঈশ্বরের মাধ্যমে।
আমি ভগবান দেখিনি তবে আমি শিক্ষকদের দেখেছি,
আমার কাছে তারাই ঈশ্বর।