বেলাশেষে
বেলাশেষে
1 min
39
ছেড়ে ছিলাম যে তোমায়,
ওই বেলাশেষে,
ভাবিনি কখনও দেখবো তোমায় আর।
তোমার ওই হাসি, তোমার ওই রাগ,
কেন যে সব যাচ্ছে হয়ে জীবন থেকে বাদ।
মনে আছে সেই হাথ-ধরে হাঁটা,
যেতাম কত দূর।
জানতাম না কথায় ছিলাম,
জানতাম না কথায় যাাছ্ছি,
পাশে ছিলে শুধু তুমি আর পথ সামনে রইছে।
কিনতু এখন অন্ধকারে পারছি না আমি চলতে,
পারছিনা কিছু আর বলতে,
শুধু দাঁড়িয়ে আছি হয়়ে আমি,
জীবন দিশাহারা।।