অগোছালো মন
অগোছালো মন

1 min

431
প্রিয় ডাইরী,
মন আজ বড্ড অগোছালো
খালি ছটফট করছে,
ফিরে যাচ্ছে চেনা সেই
মানুষ গুলোর দিকে।
আজ যারা অচেনা হয়ে গেছে
কিভাবে পারে মানুষ,
সংকট কালেও মুখ ফিরিয়ে নিতে
মনুষত্ত বর্বরতায় পরিণত হয়,
পুরানো গ্লানি দন্দ ভুলে
কি সত্যি নতুন ভাবে শুরু হয় না?
জীবনের শেষ দিন পর্যন্ত ও কি
নিজের অহম বড়ো হয়ে থাকে!