অদৃশ্যের ইচ্ছা
অদৃশ্যের ইচ্ছা
1 min
59
সপ্ন আমার বিন্দু ছিলে
কেন তুমি পাহাড় হলে?
আমিতো তা চাইনি এমন
তবে কি সব বিধির লিখন!
মনটা আমার সরল ছিলে
কেন তুমি পাষাণ হলে?
মন কি তবে খেয়াল মতন
বদলে নিলে নিজের বরণ!
সময় আমার ভালই ছিলে
কেন তুমি বদলে গেলে?
সময় কি তার স্রোতের মতন
ঝড় হয়ে যায় যখন তখন!
জীবন আমার স্বচ্ছ ছিলে
কেন তুমি আবছা হলে?
জীবন কি তার নিজের মতন
গুছিয়ে নিলে আপন ভূবন!
