আমার জীবন
আমার জীবন
1 min
367
জীবনে প্রয়োজন নেই কোনো সঙ্গীর
আমার একলা জীবনই বড্ড প্রিয়।
মুখোশ আটা প্রিয়জনের চেয়ে
একলা বাঁচা অনেক শ্রেয়।
নিজেই নিজের বন্ধু আমি
আমার জীবন বড্ড সুখী।
প্রতিবেশীদের মন্দ কথায়
হই না আমি দুখী।
অর্থ কষ্টে দিন চলে যায়
তবে নেই সুখের অভাব ।
একলা চলা ও একলা বাঁচা
এটাই আমার স্বভাব।
