আগমনী মা
আগমনী মা

1 min

338
শরৎএর কাশ ফুল , ভোরের আলোয় শিউলি র গন্ধ লেগেছে আগমনীর সুরে!
মায়ের বোধন-ই হোক আমারই শব্দ কথায়;ত্রিনয়ন ছুঁয়ে যাক দুর্গতি নাশে;
বছর ঘুরে আসছে ন মা ! মা যে আমার দশভুজা নতুন নব সাজে!
সবুজ ঘেরা , আকাশের কুয়াশা ঘেরাটোপে শীতল আমেজ!
সকাল- সন্ধ্যায় , মায়ের আগমনীর সুর!
ছাতিম ফুলের গন্ধে স্নিগ্ধ এ পরিবেশ,
শরৎএর আভাসে বছর পরে মা তোমার বোধন।
পুজোর ঘটায় নতুন সাজে, ষষ্ঠীর সকাল,
প্রানবন্ত আলোর সজ্জায় ঢেকে যাবে সপ্তমীর বিকেল;
ফুলের মোহতে সবার প্রার্থনার তরে ,
মায়ের সাজো রব; মায়ের বোধনে , ঘন্টা ,কাশর, ধ্বনি তে নবমী র উদ্ভাসিত প্রাণোচ্ছল।
এ কোন ধ্বনি চিরনতুন হয়েও অচিন এ কার আগমনী।
"মা" বাকি মাত্র কিছুদিন, আগমনীর সুরে;
বেজেছে ঢাকের কাঠ, আকাশ - বাতাস আনমনা আজ!