আধুনিক ৩
আধুনিক ৩

1 min

513
রাত পোহালেই নতুন বছর
আমাদের দিকে দিও প্রভু একটু গোচর।
যেনো দুবেলা পাই দুটো অন্ন
এ বছর ভালো হোক সবারই জন্য।
যতই মুখে বলি না কেনো আমরা আধুনিক
দেশের আসল নায়ক কৃষক আর সৈনিক।
প্রত্যেক মুহূর্তে তারা দিচ্ছে আত্মবলিদান
আমরা কি দিতে পেরেছি তাদের যোগ্য সম্মান।