Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#WriteWithPride

SEE WINNERS

Share with friends

আমরা সবাই জানি যে জুন মাস কে উৎসর্গ করা হয়েছে LGBTQ দের এবং একে গর্বের মাস ও বলা হয়। কিন্তু আপনারা কী জানেন যে কেন একটা মাস কে এরকম উৎসর্গ করা হয়েছে?

১৯৬৯ সালের জুন মাসে ইউনাইটেড স্টেটস দেখেছিল পুলিশ এবং গে (পুরুষ সমকামী) মানুষদের মধ্যে তুমুল দাঙ্গা ও লড়াই। এই ঘটনা আমাদের কাছে স্টোনওয়াল দাঙ্গা নামেও পরিচিত।তারপর প্রেসিডেন্ট বিল ক্লিনটন জুন মাস কে ঘোষণা করেছিলেন "গে এবং লেসবিয়ান দের গর্বের মাস"হিসেবে। এবং প্রেসিডেন্ট জো বাইডেন জুন মাসকে ঘোষনা করেছেন LGBTQ+ Pride মাস ২০২১ সালে।

তারপর থেকে LGBTQ+ সম্প্রদায় অনেক সংগ্রাম এবং লড়াই এর মধ্যে দিয়ে গেছে। তার পাশাপাশি অনেক জয় এবং সফলতাও তারা লাভ করেছে। এই গর্বের মাসে আমরা স্টোরি মিরর শুরু করছি এই LGBTQ+ সম্প্রদায় দের সফলতার গল্প পুরো পৃথিবীর কাছে ছড়িয়ে দেওয়ার মত একটা ভীষন বড়ো কাজ।

স্টোরি মিরর গর্বের সাথে জানাচ্ছে যে তারা আয়োজন করতে চলেছে #WriteWithPride, একটি লেখার প্রতিযোগিতা যেখানে জয়গান হবে ভালোবাসার,জয়গান হবে সহমর্মিতার।আপনি এখানে আপনার নিজের সফলতার গল্প বা আপনার চেনা অন্য কারো সফলতার গল্প লিখতে পারেন।

বিষয়

#ReflectionsofPride-কোনো স্বাভাবিক মানুষদের থেকে আলাদা এরকম কোনো মানুষ কে নিয়ে গল্প/কবিতা আপনি এখানে লিখতে পারেন।

#TogetherWeRise - সমাজ বা পরিবারে মেনে নিয়েছে মানুষটির বা মানুষদের সংগ্রাম এরকম বিষয়কে আপনার লেখার প্রধান ভাব করতেই পারেন।



#FreedomtoLoveandMarry- সমাজের প্রথাগত বিবাহের ধারণার বাইরে গিয়ে কোনো বিবাহ অনুষ্ঠান ও দুটি মানুষের মধ্যে বিবাহের সম্পর্কে শুভ পরিণতি উদযাপন করতে আপনি লিখতে পারেন তাদের নিয়ে গল্প না কবিতা ।

নিয়মাবলী -

প্রতিযোগীদের তাদের কাজ একমাত্র উপরে উল্লিখিত বিষয়ের উপরেই দিতে হবে। প্রতিযোগীদের অবশ্যই তাদের নিজস্ব গল্প/কবিতা জমা দিতে হবে। গল্প /কবিতা জমা দেওয়ার উর্ধ্বসংখ্যার কোনো সীমা নেই। কোনো শব্দ সীমাও নেই। কোনো হার্ড কপি বা প্রতিযোগিতার লিংক ছাড়া বা ই মেলে আসা লেখা প্রতিযোগিতার জন্য যোগ্য বলে গৃহীত হবে না । প্রতিযোগিতায় কোনো প্রবেশ মূল্য নেই ।

বিভাগ

গল্প, কবিতা

ভাষা : ইংরেজি, হিন্দি, গুজরাটি, তামিল, তেলেগু, মালায়ালাম,কানাড়া, উড়িয়া এবং বাংলা।

পুরস্কার:

প্রত্যেক ভাষার গল্প এবং কবিতা দুটি বিভাগেই প্রথম দু জন প্রতিযোগীকে একটি করে ফিজিক্যাল বই দেওয়া হবে সম্পূর্ন বিনামূল্যে স্টোরি মিররের তরফ থেকে।সমস্ত প্রতিযোগী অংশগ্রণমূলক একটি শংসাপত্র পাবেন। সর্বোচ্চ ৩০ জন বিজেতার লেখা স্টোরি মিরর থেকে প্রকাশিত একটি ই - বুকে প্রকাশ করা হবে প্রত্যেক ভাষার প্রত্যেক বিভাগে । কেউ প্রতিযোগিতাটি জিতবেন তার লেখার মানের জন্য এবং সেটি ঠিক করে দেবে আমাদের এডিটরিয়াল টিম। প্রত্যেক প্রতিযোগী একটি করে অংশ গ্রহন মূলক সার্টিফিকেট পাবেন।

জমা দেওয়ার সময় : ১৮ ই জুন ২০২২ থেকে ১৮ ই জুলাই ২০২২

ফলাফল : ১৮ই আগস্ট ২০২২

যোগাযোগ :

Email: neha@storymirror.com

Phone number: +91 9372458287 / 022-49240082

WhatsApp: +91 84528 04735