Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#Celebrate the Republic

SEE WINNERS

Share with friends

প্রত্যেক বছর জানুয়ারির ২৬ তারিখ ভারত জুড়ে পালন করা হয় সাধারণতন্ত্র দিবস।এই দিন টি পালন করা হয় কারণ ১৯৫০ সালের এই একই দিনে ভারতের সংবিধান ভারত পায় এবং ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা ভারতীয়দের হাতে স্থানান্তরিত হয়।

স্টোরিমিরর আপনাকে আমন্ত্রন জানাচ্ছে "সেলিব্রেট দ্যা রিপাবলিক" নামের লেখার প্রতিযোগিতার। এই প্রতিযোগিতা হচ্ছে একটা সুযোগ যেখানে আপনি এই দিন সম্পর্কিত আপনার ভাবনা এবং অনুভূতিগুলো বর্ননা দিতে পারবেন। সেটা কবিতা , ছোটগল্প যা কিছু হতে পারে। আমরা আপনাদের অনুপ্রাণিত করছি একতা, বিবিধতা এবং দেশপ্রেম এই বিষয়ের উপর লিখতে ।

আমরা অপেক্ষায় আছি আপনার শৈল্পিক এবং অনুপ্রাণিত লেখা পড়বে বলে।

নীচে লেখার জন্য কিছু সাজেশন দেওয়া রইলো এর পাশাপাশি আপনি নিজের পছন্দ মত বিষয়ের উপরেও লিখতে পারবেন।

"ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামীর একদিনের জীবন"

"একজন প্রবাসী ভারতীয়র দেশে ফেরার অনুভূতি।"

"একজন তরুণ ছাত্র ছাত্রীর সাধারণতন্ত্র দিবসের প্যারডে যোগ দেওয়ার অভিজ্ঞতা। "

"একটা দল যারা একসাথে এসেছে সাধারণতন্ত্র দিবস পালন করতে।"

"একটি পরিবারের সাধারণ তন্ত্র দিবসের প্যারেড দেখার রেওয়াজ এবং তার ফল"।

"বিদেশ থেকে আশা কোনো ব্যক্তির চোখে সাধারণতন্ত্র দিবসের উদযাপন"

নিয়ম :

সাধারণতন্ত্র দিবসের জন্য প্রদত্ত থিমের উপরেই লেখাটা লিখে জমা দিতে হবে ।

তাদের নিজস্ব লেখাই জমা দিতে হবে এবং লেখা জমা দেওয়ার কোনো ঊর্ধ্বসীমা নেই। কোনো শব্দ সীমা নেই এবং কোনো প্রবেশমূল্য লাগবে না

বিভাগ :

গল্প

কবিতা

অডিও


ভাষা:

নিম্নলিখিত ভাশাগুলিতে লেখা জমা দেওয়া যাবে -

ইংরেজি, হিন্দী, গুজরাটি, তামিল, তেলেগু, মালয়ালম, কানাডা,উড়িয়া এবং বাংলা ।

পুরস্কার :

সবথেকে সেরা ৩০ টা গল্প এবং কবিতা স্টোরিমিরর এর তরফ থেকে একটা ই - বুক হিসেবে প্রকাশিত হবে।

আমাদের এডিটরিয়াল টিমের দেওয়া ফলাফলের ওপর নির্ভর করে বিজেতা ঘোষনা করা হবে।

প্রত্যেক ভাষার সেরা ৫ টি অডিও পাবে স্টোরি মিরর এর তরফ থেকে ১৪৯ টাকা মূল্যের একটি ডিসকাউন্ট কুপন।

সমস্ত প্রতিযোগী একটি করে অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবে।

জমা দেওয়ার সময় - ২৫ শে জানুয়ারি ২০২৩ থেকে ২৫ শে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত

ফলাফল প্রকাশ : ২০ শে মার্চ ২০২৩

যোগাযোগ :

Email: neha@storymirror.com

Phone number: +91 9372458287 / 022-49243888

WhatsApp: +91 84528 04735