STORYMIRROR

#52-Week Writing Challenge - 2024 (Edition 7)

PARTICIPATE

Share with friends

যেহেতু ২০২৩ শেষ হয়ে আসছে তাই নতুন বছর আমাদের সামনে নিয়ে আসছে আরো অনেক অনেক সুযোগ আর ইঙ্গিত যাতে আমরা আমাদের লক্ষ্য স্থির করে ,প্রতিজ্ঞা স্থির করে এগোতে পারি । স্টোরি মিরর আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে লেখকদের এমন গোষ্ঠীর সাথে যুক্ত হতে যাদের সাহচর্য আপনাদের মনে লেখার প্রতি এক নতুন উদ্দীপনা তৈরি করবে । 

আমরা এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে  স্টোরি মিরর 52-Week Writing Challenge - 2024 (Edition 7) এর ষষ্ঠ সিজন শুরু হচ্ছে । এই প্রতিযোগিতায় অংশ নিলে আমরা আপনাকে এই প্রতিশ্রুতি দিতে পারি যে এতে যোগদানের ফলে আপনার শৈল্পিক দক্ষতা আরো সমৃদ্ধ হবে এখানকার বাকি লেখকদের সাহচর্যে। 


এই সিজনে নতুন কী আছে ? 

প্রত্যেক মাসের একটা আলাদা নির্দিষ্ট থিম আছে। যাতে প্রতিযোগীদের পক্ষে জানা সম্ভব হয় যে তাদেরকে কি নিয়ে লিখতে হবে। 

আপনি যদি ছোট গল্প লিখতে ভালোবাসেন, বা কবিতা লিখতে ভালোবাসেন বা লিখতে পছন্দ করেন রোজকার রোজনামচা তাহলে এই প্রতিযোগিতা টি অবশ্যই আপনার জন্য যাতে আপনি নিজের কলমের জন্য অজস্র খোরাক পাবেন।


যদিও এটাও জানানো হচ্ছে যে এই থিম গুলি আসলে অপশনাল এবং প্রতিযোগীরা চাইলে নিজেদের ইচ্ছে মতো থিম বেছে নিতে পারবেন।

১) জানুয়ারি মাস :- ধরন :- সমারোহ :- যেকোন একটি ধরণ বেছে নিতে হবে (যেমন, কল্প বিজ্ঞান, প্রেম, রহস্য,ভয়, কল্পনা ইত্যাদি) এরপর সমগ্র মাস জুড়ে আপনাকে আপনার লেখা । এটা আপনাকে লক্ষ রাখতে হবে যে প্রতি সাবমিশন যেন আলাদা আলাদা ঘরাণার হয় ।

২. ফেব্রুয়ারি মন্থ:- (চরিত্রের দিনলিপি) 

এই মাসে প্রত্যেক সপ্তাহে একটা করে চরিত্র তৈরি করতে হবে । তাদের অতীত, ভবিষ্যত, এবং বর্তমান তৈরি করতে হবে সুনিপুণ ভাবে যাতে নানা ঘটনাবলীর মধ্যে থেকে যায় তাদের জীবন। 

৩) মার্চ মান্থ :- (রামধনুর মধ্যে দিয়ে লেখা) এই মাসের প্রত্যেক সপ্তাহের জন্য একটা রং বেছে নিন এবং সেই রং এর মাধ্যমে আপনার সৃষ্টিকর্ম তৈরি করুন । রূপক, ইমেজারি, তৈরি করুন সেই রং এর সাথে তাৎপর্য রেখে। 

৪) এপ্রিল মাস:- এই মাসের প্রত্যেকদিন আপনাকে যা নিয়ে লিখতে হবে সেটা হলো জীবনের ছোটো ছোট আনন্দ আর খুশি নিয়ে যা কিছু আসে সেই সব কিছুর কথা। প্রত্যেকদিন অভিজ্ঞতায় খুঁজে নিন আনন্দ, কৃতজ্ঞতা, এবং খুশি। 

৫) মে মাস :- এই মাস নিয়ে আসবে আপনার শহরের গল্প। আপনার শহরের স্থানীয় মানুষদের জীবনের গল্প তুলে ধরুন । আপনার পাড়ার বা অঞ্চলের মুগ্ধতায় মুগ্ধ হয়ে থাকুক বাকি সবাই। 

৬) জুন মাস :- (কালার প্যালেট ক্রনিকল):- এই মাসের প্রতি সপ্তাহের জন্য আপনি বেছে নিন একটা রং এবং সেটা নিয়ে তৈরি করুন গল্প। সেই রঙের সাথে সম্পর্কটিও জুড়ে দিন আর জুড়ে দিন প্রতি সপ্তাহের আলাদা আলাদা রঙের অন্তর্নিহিত তাৎপর্য। 

৭) জুলাই মাস - (স্বপ্নের ডায়েরী) :- এই ক্ষেত্রে সেইসমস্ত লেখা লিখতে হবে যেগুলো আপনার বা অন্য কারো স্বপ্ন থেকে অনুপ্রাণিত। স্বপ্নের সেই মায়ামেদুর এবং আশ্চর্য বিষয় গুলোকে তুলে ধরুন।

৮) আগস্ট মাস - (পেট টেলস):- সেই সমস্ত লেখা ভাগ করে নিতে হবে যা পোষা প্রাণী বা জন্তুদের দ্বারা অনুপ্রাণিত । মানুষ আর প্রাণীদের মধ্যে সম্পর্ক তৈরি করুন বা এদের মিলিয়ে মিশিয়ে কাল্পনিক কোনো বিষয় তৈরি করুন । 

৯) সেপ্টেম্বর মাস :- (নেচারস্ ন্যারেটিভ) :- প্রকৃতির সাথে নিজেকে যুক্ত করুন আপনার গল্প গুলিকে বাইরের দৃশ্য পটে নিয়ে গিয়ে । বাইরের প্রকৃতির সৌন্দর্য, জঙ্গলের দৃশ্যমানতা, এবং জলাশয়ের স্বচ্ছতা আপনার পরবর্তী গল্পের বিষয় হোক। 

১০) অক্টোবর মাস :- (বুকিশ এডভেঞ্চার) :- আপনার লেখা লিখুন বই কে কেন্দ্র করে এবং তাদের কে নিয়েই তৈরি করুন আপনার গল্প বা চরিত্র গুলো । নিজেকে নিমজ্জিত করুন বইয়ের পাতার কল্পনা আর ম্যাজিকের মধ্যে

১১)নভেম্বর মাস :- (টেলস অফ ডিসকভারি) :- আপনার গল্প গুলিকে কোনো কিছু হারানো আর খুঁজে পাওয়া এই বিষয়ের ওপর তৈরি করুন কোনো কিছু মূল্যবান পাওয়া গেলে যে আনন্দ হয় সেটার স্বাদ যেন আপনার লেখায় পাওয়া যায়। 

 ১২) ডিসেম্বর - (ফেস্টিভ্যাল ক্রনিকল) আপনার লেখাটি লিখুন সারা পৃথিবীতে যত উৎসব হয় তাদের মধ্যে কোনো একটিকে নিয়ে। এই সমস্ত উৎসবের সাথে যে আনন্দ, উদ্দীপনা,রীতি - নীতি, আবেগ জড়িয়ে আছে সেগুলোকে যুক্ত করুন ।


নিয়ম :

১) প্রতিযোগীদের হয় ৫২টা গল্প না হলে ৫২ টা কবিতা টানা ৫২ সপ্তাহ ধরে জমা করতে হবে। যেমন; প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিভাগে(কবিতা/গল্প) একটি করে লেখা । 

২) উদাহরন হিসেবে বলা যায় যে যদি আপনি জানুয়ারি ২০২৩ এর তৃতীয় সপ্তাহে লেখা শুরু করেন তাহলে আপনি জানুয়ারি ২০২৪ এর তৃতীয় সপ্তাহ পর্যন্ত লেখার সুযোগ পাবেন।

৩) প্রতিযোগীরা কবিতা বা গল্প বিভাগের জন্য নাম নথিভুক্ত করতে পারেন কিন্তু ৫২ টা লেখার প্রত্যেকটি একটি বিভাগের হতে হবে। হয় ৫২ টি কবিতা না হলে ৫২ টি গল্প

৪) লেখক একবার নিজের লেখা জমা দেওয়া শুরু করার পর লেখা জমা দেওয়ার ক্রমে আর কোনো বিরতি গ্রাহ্য করা হবে না। যদি একটি সপ্তাহ ও বাদ যায় তাহলে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হবে।

৫) যারা লেখা জমা দিয়েছেন তাদের লেখা কতো বার পড়া হচ্ছে এবং কতো গুলো লাইক পড়ছে এবং তাদের এডিটরিয়াল স্কোর কতো সেটি দেখে কে বিজেতা সেটা ঠিক করা হবে। ৫২ টি সাবমিশন এর জন্য ক্রম বর্ধিত স্কোর থাকবে ।

৬) সমস্ত প্রতিযোগীদের জানানো হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে স্টোরি মিরর এর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। এবং প্রতিযোগিতার কোনো প্রবেশ মূল্য নেই। 


পুরস্কার :

১) প্রতি ভাষার দুজন বিজেতা (১জন গল্প+ ১জন কবিতার) সুযোগ পাবেন স্টোরিমিরর থেকে ফিজিক্যালি তাদের বই প্রকাশ করার। 

২) ১৩ সপ্তাহ শেষ হওয়ার পর পাবেন ডিজিট্যাল সার্টিফিকেট (যা মোট যাত্রার ১/৪ ভাগ) 

৩) ২৬ সপ্তাহ শেষ হওয়ার পর যেটা হচ্ছে ১/২ ভাগ মূল যাত্রার আপনি পাবেন ১০০ টাকা মূল্যের স্টোরি মিরর শপ ভাউচার এবং স্টোরি মিরর প্রকাশনার প্যাকেজের ওপর ১০% ছাড় 

৪) ৩৯ সপ্তাহ শেষ যেটা হচ্ছে যাত্রার ৩/৪ অংশ। যেটা শেষ করলে আপনি পাবেন ২০০ টাকা মূল্যের স্টোরি মিরর শপ ভাউচার এবং স্টোরি মিরর পাবলিশিং প্যাকেজে ১৫% ছাড়। 

৫) ৫২ সপ্তাহ অতিক্রম করলে স্টোরি মিরর আপনার ই - বুক এবং সার্টিফিকেট বের করবে।

৬) সব ভাষা মিলিয়ে সেরা ১০ প্রতিযোগী যারা সব থেকে বেশী কাজ জমা দেবেন তাঁরা পাবেন স্টোরি মিরর এর তরফ থেকে বিনামূল্যে একটি বই এবং একটি ফিজিক্যাল সার্টিফিকেট। 


ভাষা : ইংরেজি, হিন্দী,গুজরাটি, মারাঠি,উড়িয়া, বাংলা ,তামিল,তেলেগু,কানাড়া ,মালয়ালম

বিজ্ঞপ্তি

যদি আপনি অনেক গুলো ভাষার জন্য লেখা দিতে চান তাহলে প্রত্যেক ভাষার জন্য আপনাকে ৫২ টা লেখা জমা দিতে হবে।  

লেখার ধরন - গল্প | কবিতা

জমা দেওয়ার সময় সীমা – ১ লা জানুয়ারি,২০২৪ থেকে ৩০শ এপ্রিল ২০২৫ 

রেজিস্ট্রেশন এর দিন -৩০ এ এপ্রিল, ২০২৪ 

ফলাফল – আগস্ট ,২০২৫

যোগাযোগ 

ই- মেল: neha@storymirror.com

ফোন নাম্বার +91 9372458287