STORYMIRROR

# Write in the Rain

SEE WINNERS

Share with friends

ভূমিকা:

বৃষ্টির ফোঁটায় আপনার অনুভূতিগুলো অশান্ত সমুদ্রের ঢেউয়ের মত আছড়ে পড়ে। ঠিক যেমন করে গর্জনকারী মেঘ থেকে একসময় বৃষ্টি অঝোর ধারায় ঝরে পড়ে তেমন করেই আপনার মনের গহীন থেকে সৃষ্টি হয় স্মরণীয় কবিতা ও গল্প

প্রত্যেক আত্মা বৃষ্টির সাথে নিজেকে নিজের মত করে সংযুক্ত করে। বৃষ্টি বিভিন্ন ভাবনার সৃষ্টি করে যা একে অপরের বিপরীতধর্মী,  তারা মনকে অবসাদ থেকে স্বচ্ছ করে যেমন তেমনি আবার ভালোবাসা থেকে ক্রোধ এবং জীবন থেকে মৃত্যুর দিকেও এগিয়ে নিয়ে যেতে পারে। 

আমরা আপনাকে বৃষ্টির বিভিন্ন রূপকের উপর গল্প এবং কবিতা লেখার জন্য এই মঞ্চ দিচ্ছি। 

বৃষ্টিতে আপনার পছন্দের জায়গা নির্বাচন করুন এবং আপনার সৃষ্টিকে লেখনীর মাধ্যমে প্রকাশ করুন। এমনও তো হতে পারে আপনার গল্প বা কবিতা কোনো অপরিচিত মানুষের মন ছুঁয়ে যাবে!

 

নিয়ম:

  1. গল্প,কবিতা বা অডিও টি প্রতিযোগিতার মূল বিষয়বস্তু কেন্দ্রিক হতে হবে।
  2. সবরকম কবিতা এবং গল্প গৃহীত হবে।
  3. শ্রেণীর উপর কোনো প্রতিবন্ধকতা নেই।
  4. গল্প বা কবিতা প্রতিযোগীতার লিংকের মাধ্যমেই একমাত্র জমা দেওয়া যাবে।
  5. প্রতিযোগীদের স্বরচিত গল্প বা কবিতা জমা দিতে হবে।
  6. কতগুলি কবিতা বা গল্প জমা দিতে হবে তার কোনো ঊর্ধ্বসীমা নেই।
  7. যে সমস্ত কবিতা বা গল্প https://storymirror.com এ ইতিমধ্যে জমা করা হয়েছে সেগুলো পুণরায় দেওয়া যাবে না।
  8. স্টোরিমিরর এর সিদ্ধান্ত প্রত্যেক প্রতিযোগীর ক্ষেত্রে চূড়ান্ত এবং মানতে বাধ্য।
  9. প্রবন্ধ/রচনা গৃহীত হবে না।

 

পুরস্কার:

  1. প্রত্যেক ভাষার অন্তর্গত প্রথম তিনজন সেরা গল্প,কবিতা এবং অডিও ২৫০/- টাকার শপ ভাউচার পাবেন। ভাউচারটি আপনি রিডিম করতে পারবেন এই লিংকে https://shop.storymirror.com.
  2. প্রত্যেক ভাষার সেরা তিনজনকে স্টোরিমিরর গোল্ড,সিলভার এবং ব্রোঞ্জ সদস্যপদ দেবে।
  3. সেরা গল্প/কবিতা স্টোরিমিররের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হবে।
  4. প্রত্যেক ভাষা এবং শ্রেণীর সেরা দশ জন  স্টোরিমিরর থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা পত্র প্রদান করা হবে।
  5. প্রত্যেকটি শিরোনাম দিয়ে প্রতিযোগিতায় প্রাপ্ত সেরা গল্প এবং কবিতা নিয়ে স্টোরিমিরর ই-বুক প্রকাশ করবে।
  6. সম্পাদক কর্তৃক প্রাপ্ত নম্বর, দর্শকসংখ্যা এবং প্রাপ্ত লাইকের উপর নির্ভর করে বিজয়ী নির্বাচিত হবেন।

 

যোগ্যতা:

জমা দেওয়ার সময়সীমা-- ৫লা জুলাই,২০১৯ থেকে ২0 জুলাই ২০১৯

ফলাফল --- ১০ শে অগাস্ট, ২০১৯

 

ভাষা--- বাংলা,ইংরাজী, হিন্দী, মারাঠী, গুজরাটি, ওড়িয়া

বিভাগ: গল্প/কবিতা/অডিও

যোগাযোগ: marketing@storymirror.com/  022-49243888/022- 49240082